নারায়ণগঞ্জে নারীর মরদেহ উদ্ধার, স্বামী-শাশুড়ি আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০১:২৭ এএম, ১৮ জুলাই ২০২৩

নারায়ণগঞ্জের আড়াইহাজারে মানসুরা (২৮) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৭ জুলাই) রাতে হত্যাকাণ্ডের আনুমানিত ৬ থেকে ৭ দিন পর উপজেলা বিশনন্দী ইউনিয়নের গাজীপুরা এলাকা থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় ওই নারীর স্বামী আশরাফ (৩৫) ও শাশুড়ি সেলিনাকে আটক করেছে পুলিশ।

মানসুরা উপজেলার গোপালদী পৌরসভার রামচন্দ্রদী এলাকার আবুল হোসেনের মেয়ে। স্বামী-স্ত্রী দুজনেরই এটি দ্বিতীয় বিয়ে।

স্থানীয়রা বলছে, গত কয়দিন ধরেই তাদের বাড়ির আশপাশে গন্ধ ছড়াচ্ছিল। পরে পুলিশকে খবর দেওয়া হলে তারা এসে মরদেহ উদ্ধার করে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক তৈয়ব বলেন, স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। পারিবারিক কলহের কারণেই এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

মোবাশ্বির শ্রাবণ/এমআইএইচএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।