গোপালপুরের বিদ্রোহী ৯ আওয়ামী লীগ নেতা বহিষ্কার
আওয়ামী লীগের গঠনতন্ত্র মোতাবেক শৃঙ্খলা ভঙ্গ করার অভিযোগে টাঙ্গাইলের গোপালপুরের ৯ আওয়ামী লীগ নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থীদের বিরুদ্ধে বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী হয়ে নির্বাচনে অংশগ্রহণ করার দায়ে বুধবার তাদের বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কৃতরা হলেন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. আব্দুল হাই, গোপালপুর শিল্প ও বণিক সমিতির সভাপতি ও হেমনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রওশন খান আইয়ুব, হেমনগর আওয়ামী লীগ সদস্য মো. জুলফিকার আলি, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার, অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা ও হাদিরা ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য বীরমুক্তিযোদ্ধা মো. আব্দুল কাদের তালুকদার, হাদিরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এটিএম মোস্তফা লিটন, হাদিরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম তালুকদার নিক্সন, হাদিরা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি হুসাইন মোহাম্মদ রাসেল।
ঝাওয়াইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মিজানুর রহমান, ঝাওয়াইল ২নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মো. শামছুল ইসলাম চৌধুরী লাবু।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. হালিমুজ্জামান তালুকদার ও সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম তালুকদার সুরুজ স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানা গেছে।
এমএএস/আরআইপি