সুগন্ধা নদীতে বালু উত্তোলনের দায়ে ৬ লাখ টাকা জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝালকাঠি
প্রকাশিত: ০৮:৩১ এএম, ১৯ জুলাই ২০২৩

ঝালকাঠির সুগন্ধা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুই ব্যক্তিকে ছয় লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৮ জুলাই) রাত ৮টার দিকে ঝালকাঠির নলছিটি উপজেলা মগড় ইউনিয়নের রায়পুর এলাকায় এ জরিমানা করেছেন সহকারী কমিশনার (ভূমি) সমাপ্তি রায়।

যাদের জরিমানা করা হয়েছে তারা হলেন-বরিশাল সদরের জাগুয়া এলাকার হোসেন হাওলাদারের ছেলে সাইফুল ইসলাম হাওলাদার (৩৮) ও একই এলাকার আমির হোসেন হাওলাদারের ছেলে রোমান হাওলাদার (২০)।

আরও পড়ুন: চুয়াডাঙ্গায় দুই প্রতিষ্ঠানে অভিযান, জরিমানা

আদালত সূত্রে জানা যায়, উপজেলার মগড় ইউনিয়নের রায়পুর এলাকায় ড্রেজিং মেশিন দিয়ে তারা বালু উত্তোলন করে আসছিল। সেখানে অভিযান চালিয়ে তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ওই দুই ব্যক্তিকে ছয় লাখ টাকা জরিমানা করা হয়।

সহকারী কমিশনার সমাপ্তি রায় বলেন, সুগন্ধা নদীতে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনে অপরাধে দুটি পৃথক মামলায় সাইফুল ইসলামকে পাঁচ লাখ ও রোমান হাওলাদারকে এক লাখ টাকা জরিমানা করা হয়। নলছিটি উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আতিকুর রহমান/জেএস/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।