সোনারগাঁয়ে অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করলো রেলওয়ে

উপজেলা প্রতিনিধি
উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ০৫:১৩ পিএম, ১৯ জুলাই ২০২৩

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের রেলওয়ের জায়গায় গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ।

বুধবার (১৯ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার মদনগঞ্জ-নরসিংদী সড়কের জামপুর ইউনিয়নের মালিপাড়া এলাকায় মালিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ অভিযান চালানো হয়।

বাংলাদেশ রেলওয়ের ডিভিশনাল এস্টেট অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাউদ সুমন শফিউল্লাহর নেতৃত্বে এ অভিযান চালানো হয়। এসময় অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

সোনারগাঁয়ে অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করলো রেলওয়ে

অভিযানে সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইব্রাহিম, বাংলাদেশ রেলওয়ের কর্মকর্তা আতিকুল ইসলাম, রুহুল আমিন, সালাউদ্দিন, রেলওয়ের নিরাপত্তা বাহিনীর সদস্যসহ নারায়ণগঞ্জ জেলা ও সোনারগাঁ থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিল।

বাংলাদেশ রেলওয়ের ডিভিশনাল এস্টেট অফিসার সাউদ সুমন শফিউল্লাহ বলেন, আজ অভিযান পরিচালনা করে প্রায় অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এখনো কিছু অবৈধ স্থাপনা রয়েছে। সেগুলোও অচিরেই উচ্ছেদ করা হবে।

রাশেদুল ইসলাম রাজু/এমআরআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।