স্কুলের ছাদের পলেস্তারা খসে হাসপাতালে ছাত্র

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পটুয়াখালী
প্রকাশিত: ০৯:০৬ এএম, ২০ জুলাই ২০২৩

পটুয়াখালীর আউলিয়াপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে শ্রেণিকক্ষে পাঠদানের সময় ছাদের পলেস্তারা খসে মো. নাজমুল (১৪) নামে এক শিক্ষার্থী আহত হয়েছে। বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন।

বুধবার (১৯ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক। আহত শিক্ষার্থী নাজমুল আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুর রাজ্জাক বলেন, বুধবার সকাল ১০টায় আমরা বিদ্যালয়ের পাঠদান শুরু করেছিলাম। সপ্তম শ্রেণির ক্লাস চলাকালে হঠাৎ অনেকখানি জায়গা নিয়ে ছাদের পলেস্তারা খসে পরে। ভারী পলেস্তারা নাজমুলের মাথার ওপর পরায় রক্তাক্ত জখম হয়।

তিনি বলেন, বেশ কিছুদিন ধরে পুরাতন ভবনে ঝুঁকি নিয়ে আমাদের ক্লাস করাতে হচ্ছে। আহত নাজমুলকে এক পল্লিচিকিৎসকের মাধ্যমে প্রাথমিক চিকিৎসা দিয়ে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি। বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন আছে।

আব্দুস সালাম আরিফ/এমআরআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।