কিস্তির টাকা তুলতে গিয়ে দলবদ্ধ ধর্ষণের শিকার এনজিওকর্মী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুষ্টিয়া
প্রকাশিত: ১০:১৪ পিএম, ২০ জুলাই ২০২৩
ছবি- সংগৃহীত

কুষ্টিয়ার কুমারখালীতে কিস্তির টাকা তুলতে গিয়ে এক এনজিওকর্মী (২৯) দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

বুধবার (১৯ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার নন্দনালপুর ইউনিয়নের বুজরুক বাঁখই গ্রামের পাটক্ষেতে এ ঘটনা ঘটে। স্থানীয়রা তাকে উদ্ধার করে রাত পৌনে ১টার দিকে অসুস্থ অবস্থায় থানায় নিয়ে আসেন।

ভিকটিম কুমারখালীর সিও নামের একটি এনজিওর মাঠকর্মী। তিনি বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন।

এ ঘটনায় ভিকটিম বাদী হয়ে রাতেই থানায় একটি মামলা করেছেন। পরে অভিযান চালিয়ে রাত ৩টার দিকে তিনজনকে গ্রেফতার করে পুলিশ। বৃহস্পতিবার (২০ জুলাই) দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়।

গ্রেফতাররা হলেন বজরুক বাঁখই গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে মো. রবিন (২১) ও আবু বক্কর সিদ্দিকীর ছেলে মো. মাসফিকুর ( ১৯) এবং দুর্গাপুর গ্রামের আব্দুল হান্নানের ছেলে মো. রাসেল (২০)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ভিকটিম রাতে ভ্যানে করে বজরুক বাঁখই গ্রামে কিস্তি তুলতে যাচ্ছিলেন। পথে কালু মোড়ক সেতুর এলাকায় অজ্ঞাতপরিচয় আসামিরা পথ অবরোধ করে চালককে ভয়ভীতি দেখিয়ে তাড়িয়ে দেন। পরে ওই এনজিওকর্মীকে পাটক্ষেতে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে ফেলে রেখে পালিয়ে যান। পরে ভ্যানচালকের সহায়তায় স্থানীয়রা ওই নারীকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

এ বিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত (ওসি) আকিবুল ইসলাম বলেন, আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা স্বীকার করেছেন। আরও কেউ জড়িত থাকলে তাদের আইনের আওতায় আনা হবে।

আল-মামুন সাগর/এসআর/এমআরএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।