নাটোরে গাছের সঙ্গে ট্রাকের ধাক্কা, চালক নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নাটোর
প্রকাশিত: ০৪:১৮ পিএম, ২১ জুলাই ২০২৩
ফাইল ছবি

নাটোর সদর উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে সিমেন্টবোঝাই ট্রাকের ধাক্কা লেগে চালক শফিকুল ইসলাম (২৫) নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।

নিহত শফিকুল পাবনার সাঁথিয়া উপজেলার করমজা গ্রামের আফসার উদ্দিনের ছেলে।

শুক্রবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার নাটোর-ঢাকা মহামড়কের হজবতপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, সিরাজগঞ্জ থেকে রাজশাহীগামী একটি সিমেন্টবোঝাই ট্রাক হজবতপুর এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারায়। এ সময় সড়কের পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে ট্রাকটি উল্টে যায়।

এতে ঘটনাস্থলেই ট্রাকচালক শফিকুল ইসলামের মৃত্যু হয়। এসময় মৃদুল নামে আরও একজন আহত হন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম আহমেদ বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

রেজাউল করিম রেজা/এমএএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।