কুমারখালীতে ৫০ নারী পেলেন সেলাই মেশিন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুষ্টিয়া
প্রকাশিত: ০৪:৩৬ পিএম, ২১ জুলাই ২০২৩

কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় ৫০ জন দুস্থ ও অসহায় নারীকে সেলাই মেশিন দেওয়া হয়েছে। ২০২২- ২৩ অর্থবছরে টিআর প্রকল্পের আওতায় শুক্রবার (২১ জুলাই) সকালে কুমারখালী পাবলিক লাইব্রেরি এলাকায় তাদের মধ্যে মেশিন দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জ। এসময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র সামছুজ্জামান অরুনসহ অনেকেই উপস্থিত ছিলেন।

সংসদ সদস্য সেলিম আলতাফ বলেন, যার কেউ নেই, তার আছে শেখ হাসিনা। শেখ হাসিনা আপনাদের স্বাবলম্বী করার লক্ষ্যে সেলাই মেশিন উপহার দিয়েছেন। আপনার মেশিনটির সঠিক ব্যবহার করবেন এবং শেখ হাসিনার জন্য দোয়া করবেন।

এএমএস/এমআইএইচএস/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।