পদ্মায় গোসলে নেমে শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নাটোর
প্রকাশিত: ০৪:৪৯ পিএম, ২২ জুলাই ২০২৩
ফাইল ছবি

নাটোরের লালপুরে পদ্মায় গোসলে নেমে আলফাজ হোসেন (১২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২২ জুলাই) দুপুর ২টার দিকে নদীর লালপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন অংশ এ ঘটনা ঘটে। আলফাজ হোসেন উপজেলার মহেশপুর গ্রামের আলমের ছেলে।

লালপুর ফায়ার সার্ভিসের ইনচার্জ সাব্বির আহমেদ জানান, দুপুরে আলফাজসহ তিন বন্ধু পদ্মায় গোসলে যায়। আলফাজ সাঁতার না জানায় সবার অজান্তে নদীতে ডুবে যায়। দুই বন্ধু আলফাজকে না পেয়ে স্থানীয়দের জানায়। পরে খবর দিলে ফায়ার সার্ভিসকর্মীরা আলফাজকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক আলফাজকে মৃত ঘোষণা করেন।

রেজাউল করিম রেজা/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।