ফেসবুকে পোস্ট দিয়ে স্বেচ্ছাসেবক লীগ নেতার পদত্যাগ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুষ্টিয়া
প্রকাশিত: ০৯:৩৫ এএম, ২৩ জুলাই ২০২৩

কুষ্টিয়ার কুমারখালী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. রাসেল হোসেন আরজু পদত্যাগ করেছেন।

শনিবার (২২) জুলাই বিকেল ৪টা ৪০ মিনিটে তার ব্যক্তিগত ফেসবুকে পদত্যাগ পত্রটি পোস্ট করেন। তিনি কয়া ইউনিয়নের গোট্টিয়া গ্রামের মো. ইব্রাহীম আলীর ছেলে। তার বাবা একজন সাবেক কৃষক লীগ নেতা।

ফেসবুকে পোস্ট করা ওই পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেছেন যে ‘আমি পারিবারিক ও ব্যক্তিগত কারণে কুমারখালী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পদ থেকে পদত্যাগ করলাম।’

আরও পড়ুন: ‘অভিমানে’ দল থেকে অব্যাহতি নিলেন আওয়ামী লীগ নেতা

জানতে চাইলে মুঠোফোনে স্বেচ্ছাসেবক লীগ নেতা রাসেল হোসেন আরজু বলেন, পারিবারিক ও ব্যক্তিগত কারণে দুপুরে জেলা কমিটির সাধারণ সম্পাদকের হাতে পদত্যাগপত্রটি জমা দিয়েছি।

নাম প্রকাশে অনিচ্ছুক তার পরিবারের এক সদস্য পদত্যাগ প্রসঙ্গে জানান, আরজুর বাবা একটি মিথ্যা মামলায় প্রায় এক যুগ জেলে রয়েছেন। ২০২১ সালে র‌্যাব আরজুকে তুলে নিয়ে গিয়ে মিথ্যা অস্ত্র ও জাল টাকা তৈরির মামলা দিয়েছেন। কিন্তু দল থেকে তারা কোনো সহযোগিতা পাননি।

উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সিরাজুল ইসলাম ভূট্টো ব্যক্তিগত কারণে ভারতে থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

তবে পদত্যাগপত্রটি গ্রহণের বিষয় অস্বীকার করে জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মানব চাকি বলেন, আরজু তার কাছে এসেছিলেন। সামনের সম্মেলন নিয়ে তার সঙ্গে কথা হয়েছে। কিন্তু পদত্যাগ নিয়ে কোনো কথা হয়নি। আমি কোনো পদত্যাগপত্র পাইনি।

আরও পড়ুন: আন্দোলনের ঢেউয়ে সরকার পদত্যাগ করতে বাধ্য হবে: নুর

ফেসবুকে পদত্যাগপত্র প্রচারের বিষয় জানতে চাইলে মানব চাকি বলেন, আমি খুব একটা ফেসবুক চালাই না, ফেসবুক বিশ্বাসও করি না। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

আল-মামুন সাগর/জেএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।