নাটোরে ট্রেনে কাটা পড়ে গৃহবধূর মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নাটোর
প্রকাশিত: ০৪:২৭ পিএম, ২৩ জুলাই ২০২৩
ফাইল ছবি

নাটোরে ট্রেনে কাটা পড়ে সম্পা খাতুন (৩০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। রোববার (২৩ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে শহরের উত্তরে কালিকাপুর আমাহাটি এলাকায় এ ঘটনা ঘটে।

সম্পা খাতুন নওগাঁর কামাইগাড়ি গ্রামের রেজাউল করিমের স্ত্রী।

নাটোর থানার এসআই আজাদ জানান, ওই এলাকায় সম্পা খাতুনের দুই পা ট্রেনে কাটা পড়ে বিচ্ছিন্ন হয়ে যায়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। দুর্ঘটনার পরে তার ব্যবহৃত মোবাইল নম্বর থেকে তার স্বামীর সঙ্গে যোগাযোগ করে জানা যায় তিনি ঢাকায় রয়েছেন।

তিনি আরও জানান, বিষয়টি শান্তাহার জিআরপি থানায় জানানো হয়েছে। রেল লাইনে দুর্ঘটনার বিষয়টি তারা আইনগত ব্যবস্থা নিবে।

রেজাউল করিম রেজা/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।