ঘুমাচ্ছিলেন মা, মাছভর্তি বালতিতে পড়ে শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা
প্রকাশিত: ০৭:৪৯ পিএম, ২৩ জুলাই ২০২৩

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাছভর্তি বালতির পানিতে পড়ে ইয়াসিন নামের আটমাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (২৩ জুলাই) বিকেল ৪টার দিকে উপজেলার খাসকররা গ্রামে এ ঘটনা ঘটে। ইয়াসিন খাসকররা গ্রামের দক্ষিণপাড়ার কৃষক আলমগীর হোসেনের ছেলে।

আরও পড়ুন: বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু

ইয়াসিনের বাবা আলমগীর হোসেন বলেন, কাজে বাড়ির বাইরে ছিলাম আমি। ছোট ছেলে ইয়াসিনকে নিয়ে আমার স্ত্রী ঘুমিয়ে ছিলেন। ঘুমন্ত অবস্থায় গড়িয়ে খাটের সঙ্গে রাখা মাছভর্তি বালতিতে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক খালিদ হাসান জানান, হাসপাতালে নিয়ে আসর আগে ওই শিশুর মৃত্যু হয়েছে।

হুসাইন মালিক/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।