মুন্সিগঞ্জে চাঁদাবাজির প্রতিবাদ করায় ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মুন্সিগঞ্জ
প্রকাশিত: ১০:০৩ পিএম, ২৪ জুলাই ২০২৩

মুন্সিগঞ্জে চাঁদাবাজির প্রতিবাদ করায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে ফজল হক দেওয়ান (৪০) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

সোমবার (২৪ জুলাই) দুপুর ১২টার দিকে সদর উপজেলার চর মুক্তারপুর এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুরে ফজল হকের বোন জামাই সিরাজুল ইসলামের দোকানে চাঁদা দাবি মোশাররফ। বিষয়টি নিয়ে প্রতিবাদ করায় মোশাররফের সঙ্গে থাকা ছুরি দিয়ে আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় ফজল হককে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে উন্নত চিকিৎসার চিকিৎসক ঢাকায় রেফার করেন। বিকেল ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

MUN-(1).jpg

আরও পড়ুন: বদলগাছীতে ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা

নিহতের বোন মাহমুদা জানান, কয়েকদিন ধরে মোশারফ চাঁদা দাবি করছিল। আমার ভাই প্রতিবাদ করায় তাকে হত্যা করেন তিনি। আমরা এর বিচার চাই।

মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুজ্জামান বলেন, অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

আরাফাত রায়হান সাকিব/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।