উত্তাল সমুদ্র, শূন্যহাতেই নিরাপদ আশ্রয়ে ফিরছে মাছ ধরার ট্রলার

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি কলাপাড়া (পটুয়াখালী)
প্রকাশিত: ০৪:০৩ পিএম, ২৬ জুলাই ২০২৩

পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত লঘুচাপের কারণে সমুদ্র এখন উত্তাল। তাই নিরাপদ আশ্রয়ে তীরে ফিরছে মাছ ধরার শত শত ট্রলার। বুধবার (২৬ জুলাই) পটুয়াখালীর বড় দুটি মৎস্য বন্দর আলীপুর ও মহিপুর ঘাট ঘুরে এমন চিত্র দেখা যায়।

জেলেদের সঙ্গে কথা বলে জানা যায়, গত ২৩ জুলাই রাতে ৬৫ দিনের নিষেধাজ্ঞা কাটিয়ে সমুদ্রে মাছ শিকারে নামেন জেলেরা। তার ঠিক দুই দিনের মাথায় সমুদ্র উত্তাল হলে মঙ্গলবার বিকেল থেকেই নিরাপদ আশ্রয়ে ফিরতে বাধ্য হন তারা। এতে তারা একদিকে লোকসানের মুখে পড়ছেন, অন্যদিকে হুমকির মুখে পড়ছে মৎস্য পেশা।

jagonews24

আলীপুর-মহিপুর মৎস্য অবতরণ কেন্দ্র দুটি ঘুরে দেয়া যায়, স্থানীয় জেলে ছাড়াও কক্সবাজার, চট্টগ্রাম, ভোলা, মোংলা, বাসখালিসহ দেশের বিভিন্ন প্রান্তের জেলেরা আবহাওয়া খারাপ হওয়ায় এখানে আশ্রয় নিয়েছেন। চারপাশ জেলেদের পদচারণায় মুখর থাকলেও নেই মাছ বিক্রির হাঁকডাক।

এফবি এলমা ট্রলারের মালিক আবুল হোসেন কাজী জাগো নিউজকে বলেন, ৬৫ দিনের অবরোধ শেষে আমার দুটি ট্রলার সমুদ্রে পাঠাতে ১৫ লাখ টাকা খচর হয়েছে। কিন্তু দুই দিনের মাথায় শূন্য হাতে জেলেরা তীরে ফিরে এসেছে। বছরের বেশিরভাগ সময় অবরোধ এবং বৈরী আবহাওয়ার প্রভাবে আমরা প্রতিবছর লোকসান গুনছি।

এফবি মোবারক ট্রলারের মাঝি আ. খালেক হাওলাদার জাগো নিউজকে বলেন, আমরা সমুদ্রে যাওয়ার সঙ্গে সঙ্গে সমুদ্র উত্তাল হয়। অনেক চেষ্টা করেও আমরা থাকতে পারিনি। তীরে চলে আসতে হয়েছে। আমরা সরকারের কাছে বিনা সুদে ঋণের আবেদন করছি, তা না হলে আমাদের বেঁচে থাকা কষ্টকর হয়ে পড়বে।

jagonews24

কুয়াকাটা-আলীপুর মৎস্য আড়ৎ মালিক সমিতির সভাপতি আনসার উদ্দিন মোল্লা বলেন, সমুদ্র উত্তাল হওয়ায় পটুয়াখালীসহ বিভিন্ন স্থানের জেলেরা এই বন্দরে আশ্রয় নিচ্ছেন। বছরে বেশ করেকবার আবহাওয়ার বৈরিতায় আমরা মৎস্য পেশা নিয়ে হুমকিতে। তাই জেলেদের সহযোগিতায় সরকারের কাছে ক্ষুদ্র ঋণ প্রকল্পের দাবি জানাচ্ছি।

পটুয়াখালী জেলা আবহাওয়া কর্মকর্তা মাহবুবা সুখী জাগো নিউজকে বলেন, মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র মাঝারি অবস্থান করায় লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে মৌসুমী বায়ুর সক্রিয়তা কিছুটা বেড়ে দেশে বৃষ্টির প্রবণতা বাড়তে পারে। একইসঙ্গে দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে। কোনো কোনো জায়গা থেকে দূর হতে পারে তাপপ্রবাহ। তাই পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এলাকায় অবস্থানরত সকল মাছধরার ট্রলার ও নৌ-যানকে সাবধানে থেকে চলাচল করতে বলা হয়েছে।

আসাদুজ্জামান মিরাজ/এফএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।