ডেঙ্গু পরীক্ষার ফি বেশি নিয়ে জরিমানা গুনলো ৩ হাসপাতাল
ডেঙ্গু পরীক্ষার ফি বেশি নেওয়ার অভিযোগে মাদারীপুর শহরের তিনটি বেসরকারি হাসপাতালের মালিককে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (২৬ জুলাই) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এই অভিযান চালায়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মাদারীপুরের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌসের নেতৃত্বে শহরের বেসরকারি হাসপাতালে অভিযান পরিচালিত হয়। এ সময় তিনটি বেসরকারি হাসপাতালে ডেঙ্গু পরীক্ষার সরকার নির্ধারিত ফি ৩০০ টাকার পরিবর্তে ৫০০ টাকা নেওয়ার সত্যতা পাওয়া যায়। পরে কলেজ রোড এলাকার নুর জাহান সেলিম নিরাময় হাসপাতালকে ২০ হাজার টাকা, প্লানেট হাসপাতালকে ১০ হাজার ও ইসলামী ব্যাংক এআর হাওলাদার কমিউনিটি হাসপাতালকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মাদারীপুরের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌস বলেন, ভোক্তার স্বার্থে নিয়মিত এই অভিযান পরিচালনা করা হবে।
আয়শা সিদ্দিকা আকাশী/এফএ/জিকেএস