‘শেখের বেডির লাই দোয়া করি, এবার তারে ভোট দিমু’

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০৭:৪৭ পিএম, ২৬ জুলাই ২০২৩

‘শেখের বেডি হাসিনার কতায় আর কামে মিল আছে। তার মতন এতো উন্নয়ন কেয় করে ন। আঁই তার লাই দোয়া করি। বাঁচি থাইকলে এবার তারে ভোট দিমু। (শেখের মেয়ে হাসিনার কথায় আর কাজে মিল আছে। তার মতো এতো উন্নয়ন কেউ করেনি। আমি তার জন্য দোয়া করি। বেঁচে থাকলে এবার তাকে ভোট দেবো)।’

এভাবেই কথাগুলো বলছিলেন নোয়াখালীর চাটখিল উপজেলার অশীতিপর বৃদ্ধ আবদুল মোমেন।

বুধবার (২৬ জুলাই) বিকেলে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী ও নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম সরকারের উন্নয়নের প্রচারে লিফলেট বিতরণে চাটখিল বাজারে গেলে তিনি এসব কথা বলেন।

বৃদ্ধ মোমেন আরও বলেন, ‘একযুগ আগে আমাদের গ্রামে কিছুই ছিল না। শেখ হাসিনার টানা তিনবারের ক্ষমতার সময়ে গ্রামেগঞ্জে যথেষ্ট উন্নয়ন হয়েছে। জীবনযাত্রার মান অনেক বেড়েছে। ঘরে ঘরে বিদ্যুৎ, সুন্দর রাস্তাঘাট, হাতে হাতে ইন্টারনেট। যা আগে কেউ কল্পনাও করেনি।’

jagonews24

আবদুল মেমেন প্রশ্ন রেখে বলেন, ‘স্বাধীনতার ৫৩ বছরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ২২ বছর বাদ দিলে দেশের কী উন্নয়ন হয়েছে? সবাই ভাঙা রেকর্ড বাজিয়েছেন আর শেখ হাসিনা উন্নয়ন করে দেখিয়ে দিয়েছেন।’

এসময় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী মোহাম্মদ জাহাঙ্গীর আলম জাগো নিউজকে বলেন, ‘আমি এ এলাকার সন্তান। প্রধানমন্ত্রীর চেষ্টায় নোয়াখালী-১ আসনে যে উন্নয়ন হয়েছে তা লিফলেটের মাধ্যমে সাধারণ জনগণের মধ্যে পৌঁছানোর উদ্যোগ নিয়েছি। গত ১৪ বছরের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে মুক্তিযুদ্ধের প্রতীক নৌকার প্রচারণায় নেমেছি। জনগণের দোয়া ও ভালোবাসা থাকলে শেখ হাসিনা আবারও ক্ষমতায় আসবে ইনশা আল্লাহ।’

এসময় উপস্থিত ছিলেন চাটখিল উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ উল্ল্যা পাটোয়ারী, জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য আহসান হাবিব সমির, মিজানুর রহমান, পৌরসভা আওয়ামী লীগের সভাপতি শাহজাহান খান বাবুল, খিলপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন, উপজেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক লায়ন স্বপনসহ দলীয় কয়েকশ নেতাকর্মী।

 

ইকবাল হোসেন মজনু/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।