নোয়াখালীতে মিছিল-সমাবেশ করতে চায় জামায়াত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০৮:২৯ পিএম, ২৬ জুলাই ২০২৩

তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠা, দলের আমীর ডা. শফিকুর রহমানসহ কারাবন্দি নেতাদের মুক্তি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবিতে নোয়াখালীতে মিছিল সমাবেশ করতে চায় বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বুধবার (২৬ জুলাই) দুপুরে জেলা জামায়াতের পক্ষ থেকে কর্মসূচি পালনের অনুমতি চেয়ে পুলিশ সুপারের কাছে আবেদন করা হয়েছে।

জেলা জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ নিজাম উদ্দিন ফারুক অনুমতির ওই আবেদন করেন। তিনি জাগো নিউজকে বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আগামী ৩০ জুলাই (রোববার) সকাল ১০টায় নোয়াখালী প্রেস ক্লাব থেকে ওই কর্মসূচি পালনের কথা রয়েছে।

জামায়াতের সমন্বয়ক অ্যাডভোকেট তাজুল ইসলাম সন্ধ্যায় জাগো নিউজকে বলেন, বিকেলে পুলিশ সুপারের কার্যালয় থেকে আমাদের কর্মসূচি পালনের অনুমতি দেওয়া যাবে না বলে ফোনে জানিয়ে দেওয়া হয়েছে। এখন দলীয় ফোরামে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

এ বিষয়ে পুলিশ সুপার মো. শহীদুল ইসলামকে বারবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি। পরে খুদেবার্তা দিয়ে মতামত জানতে চাইলেও তিনি কোনো উত্তর দেননি।

ইকবাল হোসেন মজনু/এমআরআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।