টাঙ্গাইলে ডেঙ্গুতে একজনের মৃত্যু, শনাক্ত ২১
টাঙ্গাইলে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আলমগীর মিয়া (৫০) এক ব্যাক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৭ জুলাই) সকাল ৭টার দিকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
টাঙ্গাইল জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক খন্দকার সাদেকুর রহমান জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, আলমগীর বুধবার বিকেলে ৩টার দিকে হাসপাতালে জ্বর নিয়ে ভর্তি হন। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে তার মৃত্যু হয়।
আরও পড়ুন: ডেঙ্গু কেড়ে নিলো ৯ মাসের অন্তঃসত্ত্বার প্রাণ
জেলায় সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, ২৪ ঘণ্টায় নতুন করে ২১ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। নতুন আক্রান্তদের মধ্যে টাঙ্গাইল সদর উপজেলায় ৯ জন, নাগরপুর উপজেলায় পাঁচজন, মির্জাপুর উপজেলায় দুইজন, সখিপুর উপজেলায় দুইজন, মধুপুর উপজেলায় একজন, গোপালপুর উপজেলায় দুইজন রয়েছেন।
চলতি বছরে এ পর্যন্ত টাঙ্গাইল জেলায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩০২ জনে। সুস্থ হয়েছেন ২৩৮ জন। বিভিন্ন হাসপাতাল চিকিৎসাধীন রয়েছেন ৬৪ জন।
আরিফ উর রহমান টগর/জেএস/এএসএম