টাঙ্গাইলে বিএনপির ৪ নেতা গ্রেফতার, একজন রিমান্ডে
টাঙ্গাইলের মধুপুর উপজেলা বিএনপির সভাপতিসহ দলটির অঙ্গসংগঠনের চার নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২৬ জুলাই) রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
দলটির দাবি, ঢাকায় মহাসমাবেশকে কেন্দ্র করে নেতাকর্মীদের বিরুদ্ধে ধরপাকড় অভিযান চালিয়েছে পুলিশ।
গ্রেফতাররা হলেন মধুপুর উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন, ঘাটাইল উপজেলা ছাত্রদলের সভাপতি নাসির উদ্দিন, ধনবাড়ি উপজেলার মুসুদ্দি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান ও কালিহাতী উপজেলা বিএনপির সদস্য সোনা মিয়া।
বৃহস্পতিবার (২৭ জুলাই) জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল গ্রেফতারের বিষয়টি শ্চিত করেছেন।
তিনি বলেন, বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে জেলার বিভিন্ন স্থানে এবং বাড়িতে বাড়িতে অভিযান চালিয়েছে পুলিশ। এসময় মধুপুর উপজেলা বিএনপির সভাপতিসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। মহাসমাবেশ বানচাল করার জন্য পুলিশ নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে অভিযান চালিয়েছে, যাতে কেউ সমাবেশে যোগ দিতে না পারেন।
তিনি আরও বলেন, এসব সত্ত্বেও ২০ হাজার নেতাকর্মী সমাবেশে যোগদান করার জন্য ঢাকায় গিয়েছেন। আরও ৪০ হাজার নেতাকর্মী ঢাকায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন।
টাঙ্গাইল আদালতের পরিদর্শক তানভীর আহমেদ জানান, ২০২২ সালের একটি নাশকতার মামলায় জাকির হোসেনকে গ্রেফতার করে পুলিশ আদালতে পাঠায়। পরে মধুপুর-গোপালপুর আমলি আদালতের বিচারক বাদল কুমার চন্দ জিজ্ঞাসাবাদের জন্য একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন বলেন, কালিহাতী থানার একটি মামলায় ছাত্রদল নেতা নাসির উদ্দিনকে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে।
আরিফ উর রহমান টগর/এসআর/জিকেএস