টাঙ্গাইলে একদিনে ৩৬ জন ডেঙ্গু আক্রান্ত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ১২:৩৩ পিএম, ২৮ জুলাই ২০২৩

টাঙ্গাইলে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩৬ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। চলতি বছরের জানুয়ারি মাস হতে এ পর্যন্ত টাঙ্গাইলে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৩৮ জন। সুস্থ হয়েছেন ২৬৫ জন। বিভিন্ন হাসপাতাল চিকিৎসাধীন আছেন ৭৩ জন।

শুক্রবার (২৮ জুলাই) সকালে সিভিল সার্জন ডা. মো. মিনহাজ উদ্দিন মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: বেশিরভাগ ওয়ার্ডেই শুরু হয়নি ডেঙ্গু প্রতিরোধকার্যক্রম 

তিনি জানান, আক্রান্তদের মধ্যে টাঙ্গাইল সদর উপজেলায় ১৯ জন, নাগরপুর উপজেলায় তিনজন, দেলদুয়ার উপজেলায় একজন, সখীপুর উপজেলায় একজন, মির্জাপুর উপজেলায় চারজন, ঘাটাইল উপজেলায় দুজন, মধুপুর উপজেলায় চারজন, গোপালপুর উপজেলায় দুজন রয়েছেন।

আরিফ উর রহমান টগর/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।