‘বাঘের অস্তিত্ব রক্ষা না হলে সুন্দরবন বিপন্ন হবে’

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি মোংলা (বাগেরহাট)
প্রকাশিত: ০৭:৩৬ পিএম, ২৯ জুলাই ২০২৩

বাঘ রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বাঘের অস্তিত্ব রক্ষা না হলে সুন্দরবন বিপন্ন হবে। বাঘ কেমন আছে, সেটা দেখেই আমরা বুঝতে পারি সুন্দরবন কেমন আছে। বাঘের আবাসস্থল সুন্দরবন রক্ষায় সরকারকে আন্তরিক হতে হবে।

বিশ্ব বাঘ দিবস উপলক্ষে শনিবার (২৯ জুলাই) দুপুরে মোংলা পোর্ট পৌরসভা চত্বরে ওয়াটারকিপার্স বাংলাদেশ ও পশুর রিভার ওয়াটারকিপারের যৌথ আয়োজনে দিনব্যাপী কর্মসূচির র্যালিপূর্ব উদ্বোধনী সমাবেশে বক্তারা এসব কথা বলেন।

‘বাঘ করি সংরক্ষণ, সমৃদ্ধ হবে সুন্দরবন’ স্লোগানে বিশ্ব বাঘ দিবসের উদ্বোধনী সমাবেশে সভাপতিত্ব করেন ওয়াটারকিপার্স বাংলাদেশের সমন্বয়কারী বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শরীফ জামিল।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপংকর দাশ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার মুশফিকুর রহমান তুষার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুউদ্দীন, সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলনের সমন্বয়কারী সাংবাদিক নিখিল ভদ্র, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাংস্কৃতিক সম্পাদক শাকিলা পারভীন রুমা, মোংলা সরকারি কলেজের প্রভাষক শ্যামা প্রসাদ সেন ও প্রভাষক মাহবুবুর রহমান।

‘বাঘের অস্তিত্ব রক্ষা না হলে সুন্দরবন বিপন্ন হবে’

পরিচালনা করেন পশুর রিভার ওয়াটারকিপার ও বাপার কেন্দ্রীয় নেতা মো. নূর আলম শেখ।

ইউএনও দীপংকর দাশ বলেন, সরকার বন ও বন্যপ্রাণী রক্ষায় নানা প্রকল্প বাস্তবায়ন করছে। সাম্প্রতিক সময়ে সুন্দরবনে বাঘের আনাগোনা বেড়েছে। বাঘের খাদ্য হরিণও সুন্দরবনে বেড়েছে।

ওয়াটারকিপার্স বাংলাদেশের সমন্বয়কারী শরীফ জামিল বলেন, বাঘের আবাসস্থল সুন্দরবন রক্ষায় সরকারকে আন্তরিক হতে হবে। বনবিনাশী সব প্রকল্প বাতিল করতে হবে। বাঘ সুরক্ষায় মনিটরিং সেল গঠন করতে হবে।

উদ্বোধনী সমাবেশ শেষে একটি সুসজ্জিত র্যালি মোংলা শহর প্রদক্ষিণ করে।

আবু হোসাইন সুমন/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।