ছাত্রলীগ নেতার ফেসবুক পোস্টে ‘বাংলাদেশ জিন্দাবাদ’ স্লোগান
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বহুরিয়া ইউনিয়ন ছাত্রলীগের নবনির্বাচিত আহ্বায়ক রুমান খান তার ফেসবুক আইডিতে স্ট্যাটাস দিয়ে লিখেছেন ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ ছাত্রলীগ জিন্দাবাদ’। বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছে।
সংগঠন সূত্রে জানা গেছে, গত ২১ জুলাই উপজেলার বহুরিয়া ইউনিয়ন ছাত্রলীগের কর্মিসভা অনুষ্ঠিত হয়। সভায় স্থানীয় এমপি খান আহমেদ শুভ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বুধবার (২৬ জুলাই) উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক সেতাব মাহমুদ, যুগ্ম-আহ্বায়ক শেখ আব্দুল্লাহ আল ফাহাদ, সাফি আহমেদ সিমান্ত, শুভ আহমেদ ও মারুফ রহমান সই করা দলীয় প্যাডে রুমান খানকে আহ্বায়ক, চারজনকে যুগ্ম-আহ্বায়ক এবং ১৭ জনকে সদস্য করে তিন মাসের জন্য বহুরিয়া ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক কমিটি অনমোদন দেন। এতে অন্য তিন যুগ্ম-আহ্বায়ক ওয়াকিল আহমেদ, জিহাদ হাসান ও ফয়সাল শিকদার সই করেননি।
রুমান খান আহ্বায়ক নির্বাচিত হয়ে বৃহস্পতিবার (২৭ জুলাই) বিজয় মিছিলের একটি ছবি তার ফেসবুক আইডিতে পোস্ট করেন। সেখানে লেখেন, ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ ছাত্রলীগ জিন্দাবাদ’। বিষয়টি নিয়ে সমালোচনা হচ্ছে।
এ বিষয়ে বহুরিয়া ইউনি ছাত্রলীগের নবনির্বাচিত আহ্বায়ক রুমান খান বলেন, ‘এক ছোট ভাইকে দিয়ে ছবি ও লেখা পোস্ট করেছিলাম। সে লিখেছিল। পরে ডিলিট করেছি।’
মির্জাপুর উপজেলা ছাত্রলীগের সদ্য বিদায়ী কমিটির সভাপতি সাদ্দাম হোসেন খান বলেন, একজন ছাত্রলীগ নেতা কীভাবে ‘বাংলাদেশ ছাত্রলীগ জিন্দাবাদ’ লিখে স্ট্যাটাস দেন আমার বোধগম্য নয়। বিষয়টি খুবই আপত্তিকর।
এ বিষয়ে জানতে উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক সেতাব মাহমুদ ও দুই যুগ্ম-আহ্বায়কের সঙ্গে যোগাযাগের চেষ্টা করেও পাওয়া যায়নি।
উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সৈয়দ ওয়াহিদ ইকবাল বলেন, যারা রক্তের ছাত্রলীগ তাদের মুখে জিন্দাবাদ আসতে পারে না। এতে ছাত্রলীগের সুনাম ক্ষুণ্ন হচ্ছে।
এস এম এরশাদ/এসআর/জেআইএম