বাড়ির পাখা-বাতি মেরামতে গিয়ে গৃহবধূকে ধর্ষণচেষ্টা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ১০:০৭ পিএম, ২৯ জুলাই ২০২৩

নোয়াখালীর কোম্পানীগঞ্জে বাড়িতে বৈদ্যুতিক পাখা-বাতি মেরামত করতে গিয়ে এক গৃহবধূকে (১৯) ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে যুবকের বিরুদ্ধে।

শনিবার (২৯ জুলাই) মামলার পর মোহাম্মদ পিয়াস (২৩) নামের ওই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতার পিয়াস কোম্পানীগঞ্জ উপজেলার চরহাজারী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ সিদ্দিকের ছেলে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাদেকুর রহমান মামলা ও গ্রেফতারের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আজ দুপুরে ভুক্তভোগী গৃহবধূ ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা করেন। পরে অভিযান চালিয়ে আসামিকে গ্রেফতার করা হয়েছে। রোববার (৩০ জুলাই) তাকে আদালতে সোপর্দ করা হবে।

মামলা সূত্রে জানা গেছে, গত ২৩ জুলাই ভুক্তভোগীর স্বামী অভিযুক্ত পিয়াসকে বৈদ্যুতিক পাখা ও বাতি মেরামতের জন্য বাড়িতে পাঠান। এসময় ঘরে গৃহবধূকে একা পেয়ে ধর্ষণচেষ্টা চালান তিনি। পরে গৃহবধূর চিৎকারে আশপাশের লোকজন এলে পিয়াস পালিয়ে যান। বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার উদ্যোগ নেওয়া হয়। তবে এতে অভিযুক্ত পিয়াস ও তার পরিবার সাড়া না দেওয়ায় শনিবার মামলাটি করেন গৃহবধূ।

ইকবাল হোসেন মজনু/এসআর/কেএসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।