জমি নিয়ে দ্বন্দ্বে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন
মাদারীপুরে জমি নিয়ে বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে কবির হাওলাদার (৬৫) নামের বড় ভাই খুন হয়েছেন।
শনিবার (২৯ জুলাই) বিকেলে কালকিনি উপজেলার দক্ষিণ জনারদন্দী এলাকায় এ ঘটনা ঘটে। কবির হাওলাদার দক্ষিণ জনারদন্দী এলাকার মৃত আলতাজ উদ্দিনের ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে কালকিনির দক্ষিণ জনারদন্দী এলাকার কবির হাওলাদারের সঙ্গে তার ছোট ভাই সবুর হাওলাদারের বিরোধ চলছিল। এরই জেরে শনিবার বিকেলে কবির হাওলাদারকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে সবুর হাওলাদার ও তার দুই ছেলে আজলিন হাওলাদার (২০) এবং আসলাম হাওলাদার (১৮)।
আরও পড়ুন: ফোনে ডেকে নিয়ে যুবকের হাত-পায়ের রগ কাটলো দুর্বৃত্তরা
পরে স্থানীয়রা কবির হাওলাদারকে উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আমরা জানতে পেরেছি এ ঘটনায় ছোট ভাই সবুর হাওলাদার ও তার পরিবারের লোকজন জড়িত আছে।
আয়শা সিদ্দিকা আকাশী/জেএস/জেআইএম