নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন চায় জনগণ: কমরেড শাহ আলম

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ১০:৩০ এএম, ৩০ জুলাই ২০২৩

দেশের জনগণ নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন চায় বলে মন্তব্য করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড মো. শাহ আলম।

শনিবার (২৯ জুলাই) দুপুরে নোয়াখালী বার লাইব্রেরি মিলনায়তনে দলের ৭৫ বছর উপলক্ষে আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কমরেড মো. শাহ আলম বলেন, আন্তর্জাতিক ভূ-রাজনৈতিক কারণে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখে। এ জন্য দায়ী শাসক শ্রেণির লুটেরা দুই দল। সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থা চালু করতে হবে। এ জন্য দল নিরপেক্ষ সরকারের আওতায় নির্বাচন জনগণের মূল দাবিতে পরিণত হয়েছে।

আরও পড়ুন: নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ছাড়া সংকট উত্তরণ সম্ভব নয়

তিনি আরও বলেন, আমরা ক্ষমতার পরিবর্তন চাই, কিন্তু নীতির পরিবর্ত না হলে জনগণের ভাগ্যের পরিবর্তন হবে না। লুটেরা দুই দলের ক্ষমতার খেলা থেকে জনগণকে মুক্ত করতে বিকল্প শক্তি গড়ে তোলার সংগ্রাম জোরদার করতে হবে। তবেই জনগণের মুক্তি সম্ভব।

নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন চায় জনগণ: কমরেড শাহ আলম

সমাবেশে সিপিবির নোয়াখালী জেলার সভাপতি কমরেড শহীদ উদ্দিন বাবুলের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, কমরেড পরেশ কর, কমরেড অ্যাডভোকেট মোল্লা হাবিবুর রছুল মামুন, কমরেড ডা. আবু তাহের ভূঞা, কমরেড মজিবল হক মজিব, কমরেড জাফর উল্লাহ বাহার, কমরেড অ্যাডভোকেট প্রদ্যুৎ কান্তি পাল, কমরেড বিমল মজুমদার, কমরেড নূর মোহাম্মদ প্রমুখ।

পরে বিকেলে একই মিলনায়তনে সিপিবির নোয়াখালী জেলাসহ সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কমরেড সমীর চক্রবর্তীর প্রয়াণে শোক ও স্মরণসভার আয়োজন করা হয়।

ইকবাল হোসেন মজনু/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।