ফরিদপুরে বিএনপির দুই নেতার বাসার সামনে ককটেল বিস্ফোরণ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০৩:৫০ এএম, ৩১ জুলাই ২০২৩

ফরিদপুরে মাত্র ১৫ মিনিটের ব্যবধানে বিএনপির দুই নেতার বাসার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে অভিযোগ করা হয়েছে। রোববার (৩০ জুলাই) রাতে এ ঘটনা ঘটে।

এই দুই নেতা হলেন জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ঈসা এবং সদস্য সচিব কিবরিয়া স্বপন।

স্থানীয় ও বিএনপি নেতাদের সূত্রে জানা গেছে, রোববার রাত সোয়া ৮টার দিকে প্রথমে শহরের পূর্ব খাবাসপুরে অবস্থিত জেলা বিএনপির সদস্য সচিব একেএম কিবরিয়া স্বপনের বাড়ির সামনে একটি ককটেল বিস্ফোরিত হয়। এর প্রায় ১৫ মিনিট পর রাত পৌনে ৯টার দিকে শহরের ঝিলটুলীতে জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ঈসার বাড়ির সামনে আরও একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

আরও পড়ুন: ফরিদপুরে সাপের কামড়ে ইউপি সদস্যের মৃত্যু

এ ব্যাপারে জেলা বিএনপির সদস্য সচিব একেএম কিবরিয়া স্বপন বলেন, রাত ৮টা ১০ মিনিটের দিকে আমি বাসায় ফিরি। এর মাত্র পাঁচ মিনিট পর রাত সোয়া ৮টার দিকে আমার বাসার সামনে একটি ককটেল বিস্ফোরণ হয়। বিকট শব্দ শুনতে পেয়ে জানালা দিয়ে তাকিয়ে দেখি বাসার সামনে ধোঁয়া উড়ছে।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি আরও বলেন, বাসার আশপাশের বাসিন্দারা দেখেছেন তিনটি মোটরসাইকেলে করে কিছু যুবক এসে সেখানে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে চলে যায়। এরপর আমি পুলিশকে ফোন দিয়ে বিষয়টি অবহিত করি। পরে পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করে।

এ ব্যাপারে জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ঈসা দাবি করে বলেন, আগামীকাল বিকেলে সরকারের পদত্যাগের দাবিতে ফরিদপুরে বিএনপির সমাবেশ হবে। সমাবেশ বানচাল এবং জনমনে আতঙ্ক সৃষ্টির জন্য হয়তো ককটেল হামলার ঘটনা ঘটানো হয়েছে।

আরও পড়ুন: বিএনপির অগ্নিসন্ত্রাসের প্রতিবাদের সমাবেশ গড়ালো এমপির বিরুদ্ধে

এ বিষয়ে কোতোয়ালি থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. রেজাউল বলেন, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করা হয়। তবে প্রাথমিকভাবে কোনো আলামত পাওয়া যায়নি। তারপরও বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্তের পর বিস্তারিত জানানো সম্ভব হবে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল বলেন, বিএনপির দুই নেতার বাড়ির সামনে ককটেল বিস্ফোরণের খবর শুনে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করে দেখা হচ্ছে। বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো যাবে।

এন কে বি নয়ন/জেডএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।