শেখ হাসিনার নেতৃত্বে মানুষ আজ স্বস্তি পায়: বাহাউদ্দিন নাছিম

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মাদারীপুর
প্রকাশিত: ০৪:৫০ এএম, ৩১ জুলাই ২০২৩

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, প্রয়োজনে জীবন দিয়ে, রক্ত দিয়ে হলেও গণতন্ত্রকে রক্ষা করা হবে। স্বৈরাচারমুক্ত বাংলাদেশ গড়বো। দুর্নীতিবাজদের হাত থেকে মুক্ত বাংলাদেশ আজ আত্মমর্যাদায় উদ্ভাসিত। শেখ হাসিনার নেতৃত্বে দেশের মানুষ আজ স্বস্তি পায়, সাহস পায়।

রোববার (৩০ জুলাই) সন্ধ্যায় মাদারীপুর শহরের লেকপাড়ে স্বেচ্ছাসেবক লীগের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক জনসমাবেশে এসব কথা বলেন তিনি।

বাহাউদ্দিন নাছিম আরও বলেন, শেখ হাসিনার কাছে যতদিন বাংলাদেশ থাকবে, ততদিন দেশের প্রতিটি মানুষ নিরাপদ থাকবে। জাতীর পিতার সোনার বাংলাদেশ শেখ হাসিনার নেতৃত্বেই স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা হবে।

তিনি বলেন, সংবিধান অনুযায়ী নির্বাচন হবে, সেখানে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে। অন্য রাজনৈতিক দল নির্বাচনে এসে জনমত যাচাই করে দেখুক। কিন্তু জনগণকে হুমকি দিয়ে নির্বাচন বানচাল করার কোনো সুযোগ দেওয়া হবে না। এটাই আওয়ামী লীগের শপথ।

বাহাউদ্দিন নাছিম বলেন, যারা সাম্প্রদায়িক রাজনীতি করে, যারা সন্ত্রাসের রাজনীতি করে, যারা ধ্বংসের রাজনীতি করে, যারা হাওয়া ভবন থেকে দুর্নীতি করেছে, সেই হাওয়া ভবন যেমন বাংলাদেশ থেকে গুঁড়িয়ে দেওয়া হয়েছে, তেমনি এই দেশ সেই দুর্নীতিবাজদের হাতে কখনই ছেড়ে দেওয়া হবে না।

আয়শা সিদ্দিকা আকাশী/জেডএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।