ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকা আসছিল ট্রাকভর্তি গাঁজা-ফেনসিডিল

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি ভৈরব (কিশোরগঞ্জ)
প্রকাশিত: ০১:৫২ পিএম, ৩১ জুলাই ২০২৩

কিশোরগঞ্জের ভৈরবে ১০৩ কেজি গাঁজা ও ২৯৮ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাকও জব্দ করা হয়।

রোববার (৩০ জুলাই) দিনগত রাতে ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরব নাটালের মোড় এলাকায় থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- কুমিল্লার ব্রাহ্মণপাড়ার থানার কল্পবাস এলাকার ইউসুফ আলীর ছেলে মো. আশিকুল ইসলাম (২৮), ভোলার দক্ষিণ আইচা থানার দক্ষিণ চর আইচা গ্রামের আবুল কাশেম হাওলাদারের ছেলে মো. ফিরোজ হাওলাদার (৩১)।

jagonews24

সোমবার দুপুরে সংবাদ সম্মেলনে র‌্যাব-১৪ এর অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. আক্কাছ আলী বলেন, র‍্যাবের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে অভিযান চালিয়ে ট্রাক জব্দ করা হয়। ট্রাক থেকে ১০৩ কেজি গাঁজা, ২৯৮ ফেনসিডিল ও নগদ ৫ হাজার দুইশ টাকা পাওয়া যায়। এ সময় দুই মাদক কারবারিকে আটক করা হয়।

র‌্যাব অধিনায়ক আরও বলেন, আটকদের জিজ্ঞাসাবাদে জানা যায় তারা ওই মাদকের চালানটি ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী থানা কসবা থেকে ঢাকার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে সীমান্ত এলাকা থেকে বিভিন্ন অভিনব কায়দা অবলম্বন করে চোরাচালানের মাধ্যমে গাঁজা ও ফেনসিডিল বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রি করতো। জব্দ মাদক ও আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

রাজীবুল হাসান/এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।