চুরি করে নিয়ে যাওয়া মোবাইল চাইতে গিয়ে মালিক খুন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মাদারীপুর
প্রকাশিত: ০৮:২৫ এএম, ০১ আগস্ট ২০২৩

মাদারীপুরের শিবচরে চুরি হওয়া মোবাইল ফোন চাইতে গিয়ে কাশেম শিকদার (৪৮) নামে এক ব্যক্তি খুন হয়েছেন।

সোমবার (৩১ জুলাই) বিকেল ৩টার দিকে উপজেলার দ্বিতীয়খণ্ড ইউনিয়নের চর গুয়াতলা ভোরেরবাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কাশেম শিকদার ওই এলাকার জয়নাল শিকদারের ছেলে।

জানা যায়, দুমাস আগে ভোরেরবাজার এলাকার কাশেম শিকদারের ঘর থেকে একই এলাকার কাশেম মাদবরের ছেলে রাসেল মাদবর দুটি স্মার্টফোন চুরি করেন। এ সময় ঘরের লোকজন তাকে দেখে ফেললে ধরার চেষ্টা করেও ব্যর্থ হন। মোবাইল চুরির পর থেকেই অভিযুক্ত রাসেল মাদবর পলাতক ছিলেন। রোববার তিনি বাড়িতে আসেন।

সোমবার দুপুরে কাশেম শিকদার ও তার ছেলে মামুন শিকদার চুরি করে নেওয়া মোবাইল ফোন চাইতে রাসেল মাদবরের বাড়ি যান। এ সময় অভিযুক্ত রাসেলের সঙ্গে কাশেম শিকদার ও তার ছেলের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে রাসেল ও তার পরিবারের সদস্যরা মিলে লাঠিসোটা, দা-বটি নিয়ে কাশেম শিকদার ও তার ছেলের ওপর হামলা চালান। এতে কাশেম শিকদার আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ছেলে মামুন শিকদার বলেন, দুমাস আগে ঘর থেকে মোবাইল চুরি করে পালানোর সময় আমরা রাসেল মাদবরকে ধরার চেষ্টা করি। কিন্তু তিনি পালিয়ে যান। দীর্ঘদিন পর তিনি বাড়িতে এসেছে জানতে পেরে আমি ও বাবা মোবাইল ফোন চাইতে তাদের বাড়ি যাই। এ সময় রাসেল ও তার বাবা কাশেম মাদবরসহ পরিবারের সদস্যরা কোদাল, বটি, লাঠি নিয়ে আমাদের ওপর হামলা চালায়। এতে আমার বাবা মারা যান। আমি এ ঘটনার বিচার চাই।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন জাগো নিউজকে বলেন, প্রাথমিকভাবে জানতে পেরেছি মোবাইল ফোন চুরির ঘটনাকে কেন্দ্র করে হামলায় এক ব্যক্তি মারা গেছেন। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আয়শা সিদ্দিকা আকাশী/এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।