মেঘনায় সিরামিকের গুঁড়া নিয়ে ডুবলো জাহাজ, নাবিকসহ ১২ জন উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০৯:১৭ এএম, ০১ আগস্ট ২০২৩

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদীতে এমভি ওয়াটার হেভেন করপোরেশন লিমিটেড-২ নামে একটি লাইটার জাহাজ ডুবে গেছে। জাহাজে থাকা চার নাবিক ও আট কর্মচারীকে জীবিত উদ্ধার করা হয়েছে। জাহাজে টাইলস তৈরির ৭০০ টন সিরামিকের গুঁড়া আছে।

মঙ্গলবার (১ আগস্ট) সকালে সুখচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আলাউদ্দিন জাহাজডুবির বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।

উদ্ধার হওয়া নাবিকদের বরাত দিয়ে চেয়ারম্যান বলেন, জাহাজটি সোমবার সিরামিকের গুঁড়া নিয়ে চট্টগ্রাম থেকে ঢাকা যাচ্ছিল। হাতিয়া চ্যানেলের মেঘনা নদীর এক কিলোমিটার উত্তর পাশে এসে পৌঁছালে হঠাৎ বিকট শব্দে ইঞ্জিন বন্ধ হয়ে যায়। পরে জাহাজটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশে থাকা আরেকটি জাহাজে ধাক্কা দেয়। তলা ফেটে পানি ঢুকে জাহাজটি ডুবে যায়।

স্থানীয় জেলেরা জাহাজে থাকা চার নাবিক ও আট কর্মচারীকে জীবিত উদ্ধার করে তীরে নিয়ে আসেন। মঙ্গলবার সকাল পর্যন্ত জাহাজটি উদ্ধার করা যায়নি।

হাতিয়ার নলচিরা নৌ-পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) অমিত সাহা জাগো নিউজকে বলেন, জাহাজের মালিক জামাল হোসেন বিষয়টি নৌ-পুলিশকে জানান। এ ঘটনায় সাধারণ ডায়েরি (জিডি) অন্তর্ভুক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ইকবাল হোসেন মজনু/এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।