কুমার নদের অবৈধ স্থাপনা উচ্ছেদ করলো প্রশাসন
ফরিদপুরে কুমার নদ রক্ষা অভিযানের মধ্যেই শহরের একটি স্থানে নদের পাড়ে চলছিল অবৈধ স্থাপনা নির্মাণ। খবর পেয়ে জেলা প্রশাসন অভিযান চালিয়ে সেই স্থাপনা উচ্ছেদ করেছে।
মঙ্গলবার (১ আগস্ট) দুপুরে ফরিদপুরের সহকারী কমিশনার (ভূমি) জিয়াউর রহমানের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। আনসার ব্যাটালিয়নের একটি দল অভিযানে অংশ নেয়।
স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা গেছে, শহরের পূর্ব খাবাসপুরে কোহেল মুহুরির ঘাট এলাকায় নদীর একটি বিরাট অংশজুড়ে গত দুইদিন ধরে অবৈধ স্থাপনা নির্মাণের তোড়জোড় চলছিল। বিষয়টি সাংবাদিকদের মাধ্যমে জানতে পেরে মঙ্গলবার দুপুরে অভিযান চালানো হয়।
এ বিষয়ে ফরিদপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জিয়াউর রহমান বলেন, সাংবাদিকদের মাধ্যমে খবর পেয়ে মঙ্গলবার দুপুরে সেখানে অভিযান চালিয়ে নির্মাণাধীন অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। লিটন নামে এক ব্যক্তি ওই স্থাপনা নির্মাণ করছিল বলে জানতে পেরেছি। তবে অভিযানকালে তাকে পাওয়া যায়নি।

ফরিদপুর জেলা প্রশাসন সূত্রে জানানো হয়, গত জুন মাসে কুমার নদের কচুরিপানা অপসারণের মাধ্যমে নদ রক্ষা অভিযান শুরু হয়েছে। পর্যায়ক্রমে নদীর দখল ও দূষণরোধে পদক্ষেপ নেবেন তারা।
ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী পার্থ প্রতিম সাহা বলেন, কুমার নদের অবৈধ স্থাপনার তালিকা প্রণয়নের কাজ চলছে। আরও প্রায় দেড় মাস লেগে যেতে পারে। এরপর এসব অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করা হবে।
তিনি বলেন, গত কয়েক বছর ধরে কুমার নদের এই অংশে নতুন করে কাউকে কোনো জমি বন্দোবস্ত দেওয়া হচ্ছে না। তাই যারা নদীর সীমানায় বিভিন্ন স্থাপনা তৈরি করেছেন তারা সবাই অবৈধ দখলদার। আইনি জটিলতা এড়াতে আমরা জেলা প্রশাসন, ভূমি অফিসের সঙ্গে যোগাযোগ করে প্রকৃত তথ্যের ভিত্তিতে অবৈধ দখলদারদের চিহ্নিত করছি। এজন্য অবৈধ দখলদার উচ্ছেদ অভিযান শুরু করতে বিলম্ব হচ্ছে।
এন কে বি নয়ন/এমআরআর/এএসএম