সাতক্ষীরায় বিএনপি-জামায়াতের ৩২ নেতাকর্মী কারাগারে
ফাইল ছবি
সাতক্ষীরায় নাশকতার পরিকল্পনার অভিযোগে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন ও শহর জামায়াতের আমির মুস্তাফিজুর রহমানসহ বিএনপি-জামায়াতের ৩২ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (৩১ জুলাই) দিনভর অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। মঙ্গলবার (১ আগস্ট) দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠায় পুলিশ।
গ্রেফতাররা হলেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন, শহর জামায়াতের আমির মুস্তাফিজুর রহমান, ধুলিহর জামায়াতের আমির ইয়াসিন আলী, ব্রহ্মরাজপুর ইউনিয়ন জামায়াতের আমির ওসমান গণি, শহরের ৫ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি আব্দুল হান্নানসহ ৩২ জন।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
আহসানুর রহমান/এসআর/এএসএম