কুড়িগ্রামে ঐতিহ্যবাহী নৌকাবাইচ উপভোগ করলেন হাজারো মানুষ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুড়িগ্রাম
প্রকাশিত: ০৮:৫৫ পিএম, ০১ আগস্ট ২০২৩

কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙা ইউনিয়নে কাঁচিচরে অনুষ্ঠিত হয়ে গেলো গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ ফাইনাল খেলা। মঙ্গলবার (১ আগস্ট) বিকেলে সদর উপজেলার ভোগডাঙা কুরিয়ার বাজার ছড়ার পাড়ে এ নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

ঐতিহ্যবাহী এ খেলায় অংশগ্রহণ করে প্রথম স্থান অধিকার করে হলোখানা পিকড়ার খাট নামের ‘দশের দোয়া ভাই ভাই’ নামের নৌকা। দ্বিতীয় স্থান অধিকার করে জামালপুর জেলার ‘গাজি সৈনিক’ ও তৃতীয় স্থান অধিকার করে কুড়িগ্রাম জেলার বড়াইবাড়ি এলাকার ‘সৌদি প্রবাসী’ নামের নৌকা। প্রতিযোগিতায় বিভিন্ন উপজেলার ছোট বড় ১২টি নৌকা অংশগ্রহণ করে।

jagonews24

৫ দিনব্যাপী এ খেলায় প্রথম পুরস্কার হিসেবে দেওয়া হয় একটি মোটরসাইকেল, দ্বিতীয় পুরস্কার একটি গরু ও তৃতীয় পুরস্কার হিসেবে একটি বাইসাইকেল তুলে দেন আয়োজকরা। এ সময় বিশিষ্ট ব্যবসায়ী পাভেল রহমান, নৌকাবাইচ খেলার আয়োজক কমিটির সভাপতি মো. পাতান ব্যাপারী ও পাভেলসহ অনান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এদিকে গ্রামবাংলার ঐতিহ্যবাহী এ প্রতিযোগিতা উপভোগ করতে দূর-দূরান্ত থেকে হাজারো মানুষ ভিড় করেন। এছাড়া নৌকাবাইচ ঘিরে ওই এলাকায় বসেছে হরেক রকমের অস্থায়ী দোকান।

jagonews24

নৌকাবাইচ দেখতে আসা মো. জাহিদুল ইসলাম বলেন, দীর্ঘ ৭ বছর পর নৌকা খেলা দেখতে পেলাম। হাজার হাজার মানুষের ভিড়ে এ খেলা দেখার মজাই আলাদা। আমি চাই প্রতি বছর এই নৌকা খেলা চালু হোক। গ্রাম বাংলার অতীত ঐতিহ্য আবার ফিরে আসুক।

কদমতলা গ্রামের আয়শা বেগম বলেন, আমার পরিবারের সবাই মিলে নৌকা ভাড়া নিয়ে এ খেলা দেখতে এসেছি। খুব আনন্দময় একটা সময় কাটলো।

jagonews24

এ সময় আয়োজক কমিটির সভাপতি মো. পাতান ব্যাপারী বলেন, গ্রাম বাংলার অতীত ঐতিহ্যকে ধরে রাখতে প্রতি বছরের ন্যায় এবারও স্থানীয় লোকজন নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন করেছি। টানা ৫ দিন ধরে খেলার সার্বিক সহযোগিতা করেছি এবং সুষ্ঠুভাবে নৌকাবাইচ শেষ করতে পেরেছি।

ফজলুল করিম ফারাজী/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।