ফরিদপুরে গরম তরকারিতে ঝলসে চার দিন পর শিক্ষকের মৃত্যু
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় রান্না করা গরম তরকারিতে ঝলসে শাহেদ আলী মাতুব্বর (৭৫) নামের এক শিক্ষকের মৃত্যু হয়েছে। রাজধানী ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে চিকিৎসাধীন অবস্থায় চারদিন পর তিনি মারা যান।
সোমবার (৩১ জুলাই) দিনগত রাত সাড়ে ১২টার দিকে তিনি মারা যান। এর আগে গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
তিনি শাহেদ আলী বিদ্যানন্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। তিনি ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের নোয়াকান্দা গ্রামের প্রয়াত খোররম মাতুব্বরের ছেলে। পার্শ্ববর্তী দশখাড়দিয়া গ্রামে বসবাস করতেন। ৪ বছর আগে শিক্ষকতা থেকে অবসর নেওয়ার পর তিনি সদরপুরের আটরশী বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফে পাকশালার কর্মী গ্রুপের একজন স্থায়ী সদস্য ছিলেন।
তার ভাই রবিউল মাতুব্বর জানান, গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে পাকশালায় কাজ করছিলেন। এসময় গরম তরকারির ড্রাম বাঁশে বেঁধে কাঁধে করে নেওয়ার সময় শাহেদ আলীর শরীরের ওপর পড়ে ঝলসে যায়। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে রেফার্ড করা হয়। সেখানে তিনি মারা যান।
আলগী স্থানীয় ইউপি সদস্য (মেম্বার) মাহমুদুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মঙ্গলবার বাদ জোহর দুপুরে বিদ্যানন্দী গোরস্থানে শাহেদ আলী মাতুব্বরের জানাজা শেষে তার মরদেহ দাফন করা হয়।
এনকেবিনয়ন/এমআইএইচএস