সুন্দরবনে সাত জেলেকে ১৫ লাখ টাকা জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সাতক্ষীরা
প্রকাশিত: ০১:০৮ এএম, ০২ আগস্ট ২০২৩
ফাইল ছবি

সুন্দরবনে অবৈধভাবে প্রবেশ করে অভয়ারণ্য এলাকায় মাছ ধরার অভিযোগে সাত জেলেকে ১৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (১ আগস্ট) সকালে সুন্দরবনের আগুনজালা এলাকায় বন বিভাগের সাতক্ষীরা রেঞ্জের স্মার্ট টিমের সদস্যরা নিরাপত্তা টহল দেওয়ার সময় নৌকা-জালসহ জেলেদের আটক করে।

এসময় জেলেদের ব্যবহৃত ৫০ লাখ টাকা মূল্যের ১টি ফিশিং ট্রলার, মাছ ও জালসহ আনুসঙ্গিক মালামাল জব্দ করে স্মার্ট প্যাট্টল টিমের সদস্যরা।

আটক সাত জেলে হলেন-পাইকগাছা থানার আনোয়ার হোসেনের ছেলে মজিদ সরদার, সুনিল বিশ্বাসের ছেলে সোনা বিশ্বাস ও সুশান্ত বিশ্বাস, বাগেরহাট সদর এলাকার সুলতান হাওলাদারের ছেলে সেলিম হাওলাদার, খুলনা সদরের করিম গাজীর ছেলে আক্কাজ ও জামির হোসেন ও রহিম গাজীর ছেলে বাচ্চু গাজী।

সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এম কে এম ইকবাল হোসেন চৌধুরী জাগো নিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অবৈধভাবে মাছ ধরার অভিযোগে জেলেদের আটক করে বন আইনে (সিওআর) ১৫ লাখ টাকা জরিমানা আদায় করে মঙ্গলবার রাতে মুক্তি দেওয়া হয়েছে।

আহসানুর রহমান রাজীব/এমআইএইচএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।