নিখোঁজ স্বামীর ছবি নিয়ে রাস্তায় ঘুরছেন বৃদ্ধা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি যশোর
প্রকাশিত: ১০:৩১ এএম, ০৩ আগস্ট ২০২৩

প্রায় নয় মাস আগে যশোরের শংকরপুর থেকে নিখোঁজ হন বৃদ্ধ সোহরাব হোসেন (৭৫)। বাকপ্রতিবন্ধী সোহরাব হোসেনকে খুঁজতে রাস্তায় রাস্তায় ঘুরছেন তার স্ত্রী হাসিনা খাতুন।

সোহরাব হোসেন যশোর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের শংকরপুর আকবরের মোড় এলাকার বাসিন্দা। নিখোঁজের ঘটনায় গত বছর পহেলা নভেম্বর যশোর কোতোয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন স্ত্রী হাসিনা খাতুন।

হারিয়ে যাওয়া স্বামীর কয়েকটি ছবি ও জিডির কপি নিয়ে বুধবার (২ আগস্ট) প্রেস ক্লাবে সংবাদকর্মীদের খুঁজতে আসেন হাসিনা খাতুন। যদি পত্রিকায় ছবি ছেপে স্বামীর সন্ধান পাওয়া যায়!

আরও পড়ুন: বাবার জন্য রোজ কাঁদে নিখোঁজ জেলের সন্তান

স্বামীর ছবি দেখতে চাইতেই ব্যাগ থেকে বড় একটি ছবি বের করেন ষাটোর্ধ হাসিনা খাতুন। ছবি বের করেই আগে স্বামীর ছবির উপরে আলতো করে মুছে নেন তিনি। এরপর সাংবাদিকদের ছবিটি দেখালেন আর অঝরে কেঁদে চললেন।

তিনি সাংবাদিকদের বলেন, প্রতিবন্ধী হয়েও স্বামী সোহরাব হোসেন দীর্ঘদিন যশোর পোস্ট অফিসে পিয়নের পদে কাজ করেছেন। পিয়নের কাজ করে পাঁচ সন্তান ও স্ত্রীকে নিয়ে কোনোরকম দিনাতিপাত করেছেন। গেল কয়েক বছর আগে অবসরে যাওয়ার পর আরও অসুস্থ হয়ে যান তিনি। গেল বছরের ২৮ অক্টোবর সকালে শংকরপুর বাসা হতে রেল স্টেশনে যাওয়ার সময় তিনি নিখোঁজ হন। নিখোঁজের পর সম্ভব্য আত্মীয় স্বজনদের বাসায় খোঁজাখুঁজি করা হলেও তাকে পাওয়া যায়নি।

শুধু যশোর শহর নয়, আশপাশের জেলা শহরেও তাকে খোঁজা হয়েছে; দেয়ালে নিখোঁজ পোস্টারও সাঁটা হয়েছে। এখনও তাকে হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছেন স্বজনেরা।

এ বিষয়ে যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, অনেক পুরনো ঘটনা। জিডিও করা হয়েছে অনেক আগে। যেহেতু থানায় জিডি হয়েছে পুলিশ বিষয়টি দেখছে। সর্বশেষ কী আপডেট সেটা তদন্ত কর্মকর্তার কাছে খোঁজ নেওয়া হবে।

মিলন রহমান/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।