বাস পুকুরে পড়ে নিহত ১৭

চালকের খামখেয়ালিপনাসহ ৩ কারণ দেখিয়ে তদন্ত প্রতিবেদন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝালকাঠি
প্রকাশিত: ০২:৪২ পিএম, ০৩ আগস্ট ২০২৩

চালকের খামখেয়ালিপনাসহ তিন কারণ শনাক্ত করেছে ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় ১৭ জনের প্রাণহানির ঘটনায় গঠিত তদন্ত কমিটি। একই সঙ্গে বেশ কয়েকটি সুপারিশও করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ আগস্ট) সকালে এসব তথ্য জানিয়েছেন তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মামুন শবিলী।

তিনি জানান, দুর্ঘটনা ও প্রাণহানির জন্য প্রথমত- বাসচালকের খামখেয়ালিপনা, দ্বিতীয়ত- চালকের অপেশাদারি আচরণ এবং তৃতীয়ত- বিধি ভেঙে সড়কের পাশে বড় পুকুর খনন করা।

আরও পড়ুন: ইজিবাইককে সাইড দিতে গিয়ে প্রাণ গেলো বাসের ১৭ যাত্রীর

মোহাম্মদ মামুন শবিলী জানান, দুর্ঘটনা কবলিত বাশার স্মৃতি বাসের ফিটনেস থাকলেও চালক মোহন খানের ড্রাইভিং লাইসেন্স ছিল হালকা গাড়ি চালানোর। কিন্তু তিনি বাসের মতো একটি ভারি যানবাহন চালাচ্ছিলেন দীর্ঘদিন ধরে।

তদন্ত কমিটির প্রধান জানান, আমাদের কাছে প্রতীয়মান হয়েছে সড়কের পাশে বড় ও গভীর পুকুরটি মৃত্যুকূপ হিসেবে রূপ নিয়েছে। ঝালকাঠি থেকে পিরোজপুর বা মঠবাড়িয়া, পাথরঘাটা সড়কটি অত্যন্ত পুরাতন। এ সড়ক প্রশস্ত না করায় জমির মালিকরা সেখানে পুকুর খনন করে মাছ চাষ করেছে। সড়কটির দুই পাশে ১০-১২ ফুট জমি অধিগ্রহণ করা থাকলে দুর্ঘটনা ঘটলেও এত প্রাণহানি হতো না।

শবিলী মামুন জানান, মালিক পক্ষের উচিত কার হাতে গাড়ি দিচ্ছেন তার যথাযথ মনিটরিং করা। তদন্তকারী আরও দুটি সংস্থার প্রতিবেদনে উঠে এসেছে চালকের খামখেয়ালিপনা। দুর্ঘটনার আগে চালক যাত্রীদের সঙ্গে তর্ক করছিলেন।

আরও পড়ুন: ঘটনা তদন্তে আরও ৭ দিন সময় চায় কমিটি

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স ঝালকাঠির উপ-পরিচালক ফিরোজ কুতুবি জানান, আমাদের তদন্ত কাজ প্রায় শেষ। প্রতিবেদন জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। তদন্তে দুর্ঘটনার কারণ আর প্রতিবন্ধকতা সব বিষয় উঠে এসেছে।

ঝালকাঠি জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুম বলেন, প্রতিবেদন পেয়েছি। সুপারিশ অনুসারে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

২২ জুলাই সকাল ১০টার দিকে বরিশাল-খুলনা আঞ্চলিক মহাসড়কের ছত্রকান্দা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস সড়কের পাশের পুকুরে পড়ে যায়। এতে ১৭ জন নিহত ও অন্তত ৩৫ জন আহত হন।

মো. আতিকুর রহমান/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।