অষ্টগ্রাম

ইভটিজিংয়ের প্রতিবাদ করায় শিক্ষককে কুপিয়ে জখম, আসামি গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ
প্রকাশিত: ০৫:৪০ এএম, ০৪ আগস্ট ২০২৩

কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় স্কুলশিক্ষককে কুপিয়ে জখম মামলার আসামি ঝুটন মিয়াকে (২২) গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে পার্শ্ববর্তী ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার চাপরতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুর্শেদ জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: ইভটিজিংয়ের প্রতিবাদ করায় যুবককে হাতুড়িপেটা

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মামলার তদন্ত কর্মকর্তা এসআই (নিরস্ত্র) নিপুন মজুমদারের নেতৃত্বে অষ্টগ্রাম থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে ঝুটন মিয়াকে গ্রেফতার করে। শুক্রবার (৪ আগস্ট) তাকে আদালতে সোপর্দ করা হবে।

ইভটিজিংয়ের প্রতিবাদ করায় অষ্টগ্রাম আবদুল হামিদ স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক মনিরুজ্জামান টুটনকে গত বুধবার কুপিয়ে জখম করে কলাপাড়া গ্রামের পলাশ মিয়ার ছেলে ঝুটন মিয়া। পরে এ ঘটনায় শিক্ষক টুটনের ভাই বাদী হয়ে ঝুটন মিয়াকে আসামি করে বৃহস্পতিবার অষ্টগ্রাম থানায় একটি মামলা দায়ের করেন।

এসকে রাসেল/এমএইচআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।