স্কুলের পেছনে মিললো নির্মাণ শ্রমিকের চোখ উপড়ানো মরদেহ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০৯:১৮ এএম, ০৪ আগস্ট ২০২৩
ফাইল ছবি

ফরিদপুরের বোয়ালমারীতে মিজান শেখ (২৫) নামে এক নির্মাণ শ্রমিককে চোখ উপড়ানো মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩ আগস্ট) রাতে রূপাপাত বামনচন্দ্র উচ্চবিদ্যালয়ের পেছনে মেহগনি বাগান থেকে
তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত মিজান রূপাপাত গ্রামের আহমেদ শেখের ছেলে।

বোয়ালমারী থানার ডহরনগর তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) কবির হোসেন জানান, বুধবার থেকে মিজান নিখোঁজ ছিলেন। বৃহস্পতিবার সন্ধ্যায় স্কুলের পেছনে মেহগনি বাগানে তার মরদেহ পাওয়া যায়। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়।

এসআই আরও জানান, নিহতের শরীরে মারাত্মক জখমের চিহ্ন আছে। তার ডান চোখ উপড়ানো, পিঠে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন আছে। নিহতের মরদেহের সুরতহাল তৈরির পর ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

এন কে বি নয়ন/এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।