পাহাড় ধসের শঙ্কা

আশ্রয়কেন্দ্রে যেতে মাইকিং, কাপ্তাই হ্রদে নৌচলাচল বন্ধ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাঙ্গামাটি
প্রকাশিত: ০১:১৫ পিএম, ০৫ আগস্ট ২০২৩

টানা দুই দিনের বৃষ্টির কারণে রাঙামাটিতে পাহাড় ধসের শঙ্কা দেখা দিয়েছে। আর তাই শহরের ২৯টি স্থানকে ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত করে ২৩টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। একই সঙ্গে জেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে শনিবার বিকেল ৫টার মধ্যে ঝুঁকিপূর্ণ এলাকার সবাইকে আশ্রয়কেন্দ্রে যাওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

এ প্রসঙ্গে রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশাররফ হোসেন খান বলেন, টানা বৃষ্টির কারণে রাঙ্গামাটিতে পাহাড় ধসের আশঙ্কা আছে। তাই আমাদের আশ্রয় কেন্দ্রগুলো প্রস্তুত রাখা হয়েছে। আমরা মানুষকে সচেতন করতে ও দুর্ঘটনা এড়াতে মাইকিং করেছি। এরই মধ্যে সার্বিক প্রস্তুতি নিয়ে রেখেছি। আমরা সব কিছুই মনিটরিং করছি।

আরও পড়ুন: বর্ষায় নবরূপে সেজেছে ‘ফুকির মুরং ঝরনা’

বৃহস্পতিবার থেকে পার্বত্য জেলায় থেমে থেমে বৃষ্টি হচ্ছে। শনিবার (৫ আগস্ট) সকাল থেকে বৃষ্টি হচ্ছে জেলাজুড়ে। অন্যদিকে শনিবার ভোর থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কাপ্তাই হ্রদে সব ধরনের নৌ যান চলাচল বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।

সাইফুল উদ্দীন/জেএস/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।