বিশেষ সভায় ডাক পেলেন পটুয়াখালীর জেলা চেয়ারম্যান-পৌর মেয়র

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পটুয়াখালী
প্রকাশিত: ০২:৩৮ পিএম, ০৬ আগস্ট ২০২৩

বাংলাদেশ আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় অংশ নিয়েছেন পটুয়াখালী জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট হাফিজুর রহমান ও পৌর মেয়র মহিউদ্দিন আহম্মেদ। রোববার (৬ আগস্ট) সকালে প্রধানমন্ত্রীর সরকারি বাস ভবন গণভবনে আয়োজিত সভায় তারা অংশ নেন।

জনপ্রিয় এই দুই নেতা বর্ধিত সভায় অংশ নেওয়ার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হওয়ায় পটুয়াখালী জেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে।

২০১৯ সালে পটুয়াখালী আওয়ামী লীগ নেতা ও তৎকালীন চেম্বার অব কমার্স সভাপতি মহিউদ্দিন আহম্মেদ পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে পৌরসভার মেয়র নির্বাচিত হন। অন্যদিকে, ২০২২ সালে অনুষ্ঠিত জেলা পরিষদ নির্বাচনে অ্যাডভোকেট হাফিজুর রহমান স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বচন করে পটুয়াখালী জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন।

রাজনৈতিক মাঠে দুই নেতারই বেশ জনপ্রিয়তা রয়েছে। তবে বিদ্রোহী প্রার্থী হওয়ার অভিযোগে এতদিন এই দুই নেতাকে দলের কার্যক্রম থেকে দূরে সরিয়ে রাখা হয়েছিল।

আরও পড়ুন: বাংলাদেশের পতাকা পাকিস্তানের বন্ধুদের হাতে তুলে দেবো না: কাদের

এ বিষয়ে পটুয়াখালী জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট হাফিজুর রহমান বলেন, ‘আমি ছাত্র জীবন থেকে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। দলের জন্য মামলা খেয়েছি, হামলার শিকার হয়েছি। বিগত দিনে এমন কোনো আন্দোলন সংগ্রাম নেই যাতে আমরা অংশ নেইনি। এর পরও কিছু দুষ্ট রাজনৈতিক নেতা আমাদের কোণঠাসা করে রাখতে চায়। তবে প্রিয়নেত্রী আজ আমাদের গণভবনে আমন্ত্রণ জানানোর মধ্য দিয়ে প্রমাণ করেছেন আমরা আওয়ামী লীগে ছিলাম এবং আছি। আগামী দিনের সব আন্দোলন সংগ্রামে দলের প্রয়োজনে আমরা প্রথম কাতারেই থাকবো।’

পটুয়াখালী পৌর মেয়র মহিউদ্দিন আহম্মেদ বলেন, ‘আওয়ামী লীগের রাজনীতিতে আমরা আছি এবং থাকবো। আমরা দলের জন্য নিবেদিত, আগামী সংসদ নির্বাচনে দলের জন্য কাজ করবো। অনেক নেতাদের আচার আচরণে মান অভিমান করে দল থেকে দূরে থাকা নেতাকর্মীদের আমরা সংগঠিত করে দলকে শক্তিশালী করবো। যাদের গ্রহণযোগ্যতা আছে জনপ্রিয়তা আছে মানুষের সঙ্গে যারা কাজ করে তাদের দিয়েই আগামীতে দল পরিচালিত হবে। আগামী সংসদ নির্বাচনে দল থেকে যাকে মনোনয়ন দিবে আমরা তার পক্ষেই কাজ করবো।’

আব্দুস সালাম আরিফ/জেএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।