ভালুকায় গৃহবধূর আত্মহত্যা : দেবর আটক


প্রকাশিত: ০৬:৫৫ এএম, ১৯ মার্চ ২০১৬
প্রতীকী ছবি

ময়মনসিংহের ভালুকার জামিরদিয়া এলাকায় গলায় ফাস দিয়ে চঞ্চলা (৩০) নামে এক গৃহবধূর আত্মহত্যার ঘটনা ঘটেছে।

জানা যায়, গফরগাঁও উপজেলার চরআলগী ইউনিয়নের কালাচারের স্ত্রী চঞ্চলার সঙ্গে দেবর সুমন্তর (২৬) পরকীয়া প্রমের সম্পর্ক ছিল। বৃহস্পতিবার ভালুকা উপজেলার জামিরদিয়া গ্রামের নারিশ ফিড মিলের পাশে মতিনের বাড়িতে স্বামী স্ত্রীর পরিচয় দিয়ে বাসা ভাড়া নেন তারা। রাতে দুজনের মধ্যে কথা কাটাকাটির জের দরে শুক্রবার সন্ধ্যায় বাসার টয়লেটের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন চঞ্চলা। এসময়  তার দেবর সুমন্ত ও বাড়ির লোকজন খোঁজ পেয়ে থানায় খবর দেয়।

পরে মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) হযরত আলী ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করেন ও দেবর সুমন্তকে আটক করে থানায় নিয়ে যান। চঞ্চলার মরদেহ ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

মডেল থানা পুলিশের ওসি (তদন্ত) হযরত আলী জানান, প্রথমিকভাবে এটা আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। ময়না তদন্তের পর বোঝা যাবে এটা হত্যা না আত্মহত্যা।
    
এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।