যশোরে ইউপি সদস্যসহ দুই মাদক কারবারিকে যাবজ্জীবন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি যশোর
প্রকাশিত: ১০:১৮ এএম, ০৮ আগস্ট ২০২৩
ফাইল ছবি

যশোরে মাদক মামলায় ইউপি সদস্যসহ দুই আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (৭ আগস্ট) পৃথক দুই আদালতের বিচারক এই রায় দিয়েছেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- শার্শা ইউনিয়ন পরিষদের সদস্য তুহিন ও বেনাপোল পোর্ট থানার রঘুনাথপুর গ্রামের শরিফুল ইসলাম মল্লিক।

মামলা সূত্রে জানা গেছে, ২০১২ সালের ২৮ জুন দুপুর ১টার দিকে এক হাজার ১৬০ বোতল ফেনসিডিলসহ তুহিনকে আটক করে ডিবি পুলিশ। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তুহিনের সহযোগী আলাউদ্দিন আলা পালিয়ে যান। এই ঘটনায় পুলিশ তুহিন ও আলার বিরুদ্ধে শার্শা থানায় মামলা করেন ডিবির এসআই শাহাজান সিরাজ।

আরও পড়ুন: মামলা করায় কুপিয়ে হত্যা, যুবকের যাবজ্জীবন

তদন্ত শেষে ডিবির এসআই আবুল খায়ের মোল্যা ওই দুজনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। সাক্ষ্য গ্রহণ শেষে সোমবার আসামি তুহিনের উপস্থিতিতে তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানার আদেশ দেন বিচারক অতিরিক্ত দায়রা জজ জুয়েল অধিকারী। অপর আসামি আলা উদ্দিন আলাকে খালাস দেওয়া হয়। একই সঙ্গে তুহিনকে জেলহাজতে পাঠানোর আদেশ দেওয়া হয়েছে।

রায়ের সময় সংশ্লিষ্ট আদালতে উপস্থিত এপিপি লতিফা ইয়াসমিন জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

অন্যদিকে যশোরের অতিরিক্ত দায়রা জজ তৃতীয় আদালতের অতিরিক্ত পিপি আসাদুজ্জামান জানিয়েছেন, ২০০৮ সালের ২৬ মে বেনাপোলের রঘুনাথপুর দরগাহ ফিলিং স্টেশনের সামনে থেকে ৫০০ গ্রাম হেরোইনসহ শরিফুল ইসলাম মল্লিককে আটক করে ডিবি। এ ঘটনায় এসআই কামাল হোসেন বেনাপোল পোর্ট থানায় মামলা করেন। সাক্ষ্য গ্রহণ শেষে সোমবার বিচারক তাজুল ইসলাম আসামি শরিফুল ইসলামকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে তাকে আরও ৬ মাসের কারাদণ্ডের আদেশ দেন। রায়ের সময় আসামি শরিফুল পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার জারির আদেশ দেওয়া হয়েছে।

মিলন রহমান/জেএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।