নির্বাচন এলেই বিএনপি বিদেশিদের কাছে ধরনা দেয়: হানিফ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুষ্টিয়া
প্রকাশিত: ১২:৩৭ পিএম, ১০ আগস্ট ২০২৩

রাজনৈতিক কর্মসূচির নামে বিএনপি-জামায়াত সহিংসতা ও জ্বালাও-পোড়াও করলে তা কঠোরভাবে দমন করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ। তিনি বলেছেন, নির্বাচন এলেই বিএনপি বিদেশিদের কাছে ধরনা দেয়।

বৃহস্পতিবার (১০ আগস্ট) সকালে কুষ্টিয়া সদর উপজেলার হলরুমে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

হানিফ বলেন, বিএনপির আন্দোলন হচ্ছে দ্বাদশ জাতীয় নির্বাচনকে বানচাল করা। নির্বাচন আসলেই বিএনপি কর্মসূচির নামে বিদেশিদের কাছে ধরনা ও দৌড়ঝাঁপ শুরু করে। বিদেশিদের পরামর্শে দেশে রাজনৈতিক কর্মসূচি দেওয়া সারাবিশ্বে একটি নজিরবিহীন ঘটনা। এতে প্রমাণিত হয় যে বিএনপি বিদেশি কোনো ষড়যন্ত্রে দেশকে একটি অস্থিতিশীল চক্রান্তের দিকে নিয়ে যাচ্ছে।

তিনি বলেন, আওয়ামী লীগ হচ্ছে বঙ্গবন্ধুর হাতে গড়া দল। এ দলের বিরুদ্ধে বিদেশি কোনো অপশক্তি চক্রান্ত করে হার মানাতে পারবে না।

জামাত-বিএনপির কর্মসূচির বিষয়ে তিনি বলেন, শান্তিপূর্ণ কর্মসূচির নামে কোনো সহিংসতা ও জ্বালাও-পোড়াও করলে সেটা সরকার কঠোরভাবে দমন করবে।

এসময় সিভিল সার্জন ডা. এইচ এম আনোয়ারুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার সাধন কুমার বিশ্বাসসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতা।

আল-মামুন সাগর/এমআরআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।