সোনারগাঁয়ে টেক্সটাইল মিলে ৪ কোটি টাকার যন্ত্রাংশ গায়েব

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ০৯:৪৭ পিএম, ১০ আগস্ট ২০২৩

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মোগরাপাড়া ইউনিয়নের রতনদী এলাকায় অবস্থিত ক্যান্টাকি টেক্সটাইল মিলে প্রায় চার কোটি টাকা মূল্যের যন্ত্রাংশ চুরির ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১০ আগস্ট) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আহসান উল্লাহ।

সোনারগাঁয়ে টেক্সটাইল মিলে ৪ কোটি টাকার যন্ত্রাংশ গায়েব

তবে কবে এ ঘটনা ঘটেছে তা কেউ নিশ্চিত করতে পারেননি। ধারণা করা হচ্ছে, গত কয়েকদিন ধরে এ চুরির ঘটনা ঘটেছে। চুরির বিষয়টি আজ বিকেলে জানাজানি হলে সোনারগাঁ পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

এ ঘটনায় সোনারগাঁ থানায় মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন পুলিশ পরিদর্শক মোহাম্মদ আহসান উল্লাহ।

সোনারগাঁয়ে টেক্সটাইল মিলে ৪ কোটি টাকার যন্ত্রাংশ গায়েব

ক্যান্টাকি টেক্সটাইল মিলের ব্যবস্থাপনা পরিচালক মাসুদ আলম কাজল বলেন, গত কয়েকদিন ধরেই আমার মিলের জেনারেটর কক্ষে অধিক মূল্যের যন্ত্রাংশ চুরি হতে থাকে। এ কক্ষ থেকে ইএমসিপি, ইআইএম, ইসিএম, ইগনেশন ট্রান্সফর্মা, স্ট্যাটিং মোটর, থ্রোটল ভালভ, বাইপাস ভালভ, ফুয়েল ম্যাটারিং ভালভ, সিডিভিআর, পাওয়ার ক্যাবল, রক্যার আর্মসহ তিন কোটি ৮৮ লাখ ৩৫ হাজার টাকা মূল্যের যন্ত্রাংশ চুরি হয়েছে।

মিলের অ্যাডমিন অফিসার এটিএম শহিদুজ্জামান রবি বলেন, চুরির সঙ্গে মিলের কেউ জড়িত আছে কি না তা যাচাই করা হচ্ছে। সিসি ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণের জন্য প্রধান কার্যালয়কে জানানো হয়েছে।

সোনারগাঁয়ে টেক্সটাইল মিলে ৪ কোটি টাকার যন্ত্রাংশ গায়েব

তিনি আরও বলেন, জেনারেটর যন্ত্রাংশের বিষয়ে দক্ষ কেউ এ চুরির সঙ্গে জড়িত। অভিজ্ঞ না হলে যন্ত্রাংশ কেউ এভাবে খুলতে পারবে না।

সোনারগাঁ থানার পরিদর্শক আহসান উল্লাহ বলেন, ক্যান্টাকি টেক্সটাইল মিলের চুরির ঘটনায় এখনো কেউ অভিযোগ করেননি। তবে চুরির ঘটনা শোনামাত্রই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে চুরির রহস্য উদঘাটন করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

রাশেদুল ইসলাম রাজু/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।