আড়তদারদের কারসাজি রোধে কৃষিমন্ত্রীর কাছে আমচাষিরা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ০৪:৫৬ এএম, ১১ আগস্ট ২০২৩

চাঁপাইনবাবগঞ্জে চাষিদের জিম্মি করে ৫২-৫৪ কেজিতে মণ ধরে আম কিনছেন আড়তদাররা। সে হিসাবে এ জেলার উৎপাদিত আমের ৫ ভাগের একভাগ আম ফ্রি দিতে হচ্ছে চাষিদের। আর এই একভাগ আমের আনুমানিক মূল্য ৫০০ কোটি টাকা।

এছাড়া রাজশাহী ও নওগাঁ জেলায় প্রায় ৩০০ কোটি টাকার অতিরিক্ত আম আড়তদারদের কাছে দিতে বাধ্য হচ্ছেন আম চাষিরা।

এমন অনিয়মের কথা উল্লেখ করে ৫২-৫৪ কেজি আম কেনা বন্ধের আবেদন করেছেন চাঁপাইনবাবগঞ্জের ১০ জন আমচাষি।

বৃহস্পতিবার (১০ আগস্ট) দুপুরে রাজধানীতে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলে এক সভা শেষে কৃষিমন্ত্রীর কাছে লিখিত আবেদন করেন তারা।

আবেদনে বলা হয়, বর্তমান সরকার ও আপনার মন্ত্রণালয় আমাদের নানা ধরনের সহযোগিতা দিয়ে এলেও আমরা আম বিক্রি করতে গিয়ে সঠিক ওজন পাচ্ছি না। আড়তদাররা বাধ্য করে ৫২-৫৪ কেজিতে মণ ধরে আম কিনছেন। এতে শুধু আমাদের চাঁপাইনবাবগঞ্জের চাষিদের বছরে প্রায় প্রায় ৫০০ কোটি টাকার আম ফ্রি দিতে হচ্ছে। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছি আমরা।

আবেদনে আরও উল্লেখ করা হয়, আমরা আম বেশি নেওয়া বন্ধের উদ্যোগ নিয়েছিলাম। কিন্তু আড়তদারদের শক্তিশালী সিন্ডিকেট হওয়ার করণে এই সমস্যার সমাধান করা যায়নি।

চাঁপাইনবাবগঞ্জ ম্যাংগো ফাউন্ডেশনের সদস্য সচিব আহসান হাবিব বলেন, আমরা সারাজীবন শুনে আসলাম ৪০ কেজিতে একমণ। কিন্তু আম পচনশীল পণ্য হওয়ায় ৪৫ কেজিতে মণ ধরে আম বিক্রি হতো কানসাটে। তবে গত দুই বছর ধরে আড়তদাররা ৫২-৫৪ কেজি আম কিনতে শুরু করেছেন। এতে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। তাই কৃষিমন্ত্রীর কাছে আবেদন দেওয়া।

সোহান মাহমুদ/জেডএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।