রূপগঞ্জে এশিয়ান হাইওয়েতে চলন্ত মাইক্রোবাসে আগুন

উপজেলা প্রতিনিধি
উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ০৪:০২ পিএম, ১২ আগস্ট ২০২৩

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় একটি চলন্ত মাইক্রোবাসে হঠাৎ করে আগুন ধরে যায়। এতে মাইক্রোবাসের চালক রাজিব আহত হন।

শনিবার (১২ আগস্ট) দুপুরে কাঞ্চন ব্রিজের পশ্চিম পাশের ৩০০ ফুট ও ঢাকা বাইপাস সড়কের সংযোগস্থলে এ ঘটনা ঘটে। খরব পেয়ে ফায়ার সার্ভিসকর্মীরা আগুন নেভান।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে অরনেট ইমার্জেন্সি সিকিউরিটি নামে একটি কোম্পানির বেশ কয়েকটি মাইক্রোবাসের বহর রাজধানীর নতুন বাজার থেকে তাদের নিজস্ব অনুষ্ঠানে যোগ দিতে পূর্বাচলে যাচ্ছিল। পথে এশিয়ান হাইওয়ের কাঞ্চন ব্রিজের পশ্চিমপাশে ৩০০ ফুট ও হাইওয়ে সড়কের সংযোগস্থলে পৌঁছালে চলন্ত একটি মাইক্রোবাসে আগুন ধরে যায়। খবর পেয়ে পূর্বাচল মাল্টিপারপাস ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে আগুন নেভায়। পরে গাড়িটি সড়ক থেকে নিরাপদ স্থানে সরিয়ে নিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

রূপগঞ্জের এশিয়ান হাইওয়েতে চলন্ত মাইক্রোবাসে আগুন

এ বিষয়ে পূর্বাচল মাল্টিপারপাস ফায়ার সার্ভিসের কমান্ডার রতন রায় জাগো নিউজকে বলেন, অরনেট ইমার্জেন্সি সিকিউরিটি কোম্পানির গাড়ি বহরের একটি মাইক্রোবাসে চলন্ত অবস্থায় আগুন ধরে যায়। খবর পেয়ে আমাদের দুইটি ইউনিট আগুন নিভিয়ে গাড়িটি সরিয়ে নিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

তিনি বলেন, এ ঘটনায় মাইক্রোবাসচালক রাজিব আহত হন। ইঞ্জিন অতিরিক্ত গরম হওয়ার কারণে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে। বিস্তারিত পরে বলা যাবে।

এমআরআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।