দইয়ে পোকায় ১০ হাজার, দুই ডিমের দোকানে পাঁচ হাজার জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁদপুর
প্রকাশিত: ০৭:১৫ পিএম, ১২ আগস্ট ২০২৩

চাঁদপুর শহরের পালবাজার এলাকায় জেনিথ সুইটস অ্যান্ড বেকারি নামে একটি প্রতিষ্ঠানের দইয়ের মধ্যে চুল ও পোকা পাওয়ায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া মূল্য তালিকা না থাকায় দুই ডিম বিক্রেতাকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (১২ আগস্ট) বিকেলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন রুবেল বাজার তদারকি এই অভিযান পরিচালনা করেন।

তিনি বলেন, ডিমের দাম ক্রয়সীমায় রাখতে বাজার তদারকি করে ভোক্তা অধিদপ্তর। এসময় শহরের পুরান বাজার ও পাল বাজার এলাকায় ডিমের আড়তদার, পাইকারি বিক্রেতা ও খুচরা বিক্রেতাদের দোকানে অভিযান চালানো হয়।

এ কর্মকর্তা আরও বলেন, অভিযানে মূল্য তালিকা, ক্রয় ভাউচার ও বিক্রয় ভাউচার চেক করা হয়। এর মধ্যে মূল্য তালিকা না থাকায় দুই ডিমের দোকান মেসার্স কাউছার ট্রেডার্সকে তিন হাজার টাকা ও ভাই ভাই ট্রেডার্সকে দুই হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া দইয়ে পোকা ও চুল পাওয়ায় জেনিথ সুইটস ও বেকারির মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এমআরআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।