প্রেমের বিয়ে, যৌতুক না পেয়ে স্ত্রীকে পিটিয়ে হত্যা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুড়িগ্রাম
প্রকাশিত: ০৩:৪৩ পিএম, ১৪ আগস্ট ২০২৩

কুড়িগ্রামের ফুলবাড়ীতে যৌতুকের টাকা না পেয়ে মৌসুমী খাতুন (২৫) নামের এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগে স্বামী রাশেদুল ইসলাম আশেককে (২৮) গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১৪ আগস্ট) সকালে উপজেলার ভাঙামোড় ইউনিয়নের নজরমামুদ এলাকার একটি বাঁশঝাড় থেকে তাকে গ্রেফতার করা হয়।

এর আগে রোববার (১৩ আগস্ট) সন্ধ্যার দিকে নিহত গৃহবধূর চাচা নাসির আলী বাদী হয়ে রাশেদুলসহ তিনজনকে আসামি করে ফুলবাড়ী থানায় হত্যা মামলা করেন।

নিহত মৌসুমী খাতুন উপজেলার বড়ভিটা ইউনিয়নের পূর্ব ধনিরাম গ্রামের মনছুর আলীর মেয়ে।

মামলা সূত্রে জানা গেছে, পাঁচ বছর আগে একই ইউনিয়নের পশ্চিম ধনিরাম গ্রামের তাজুল ইসলামের ছেলে রাশেদুল ইসলাম আশেকের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে মৌসুমী খাতুনের। পরে তাদের বিয়ে হয়। বিয়ের সময় জামাইকে এক লাখ টাকা যৌতুক দেন মৌসুমীর বাবা। কিন্তু আশেক আলী বাবার বাড়ি থেকে আরও টাকা আনার জন্য মৌসুমীর ওপর নির্যাতন চালাতেন।

গত ৮ আগস্ট সকালে টাকা আনার জন্য আবারও চাপ দেন আশেক আলী। তবে মৌসুমী অস্বীকৃতি জানান। এতে ক্ষিপ্ত হয়ে আশেক আলী বেদম মারধর করে অচেতন অবস্থায় মৌসুমীকে ঘরে আটকে রাখেন। খবর পেয়ে পরিবারের লোকজন উদ্ধার করে ফুলবাড়ী হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় রোববার দিনগত রাত ২টার দিকে মৌসুমী মারা যান।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রাণকৃষ্ণ দেবনাথ জানান, অভিযুক্ত রাশেদুল ইসলামকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

ফজলুল করিম ফারাজী/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।