বিদ্যুৎস্পৃষ্ট স্বামীকে বাঁচাতে গিয়ে নিজের প্রাণটাও গেলো স্ত্রীর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁদপুর
প্রকাশিত: ০৪:৪৫ পিএম, ১৪ আগস্ট ২০২৩

চাঁদপুরের ফরিদগঞ্জে পুকুরের পানিতে বিদ্যুৎস্পৃষ্টে একসঙ্গে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে।

সোমবার (১৪ আগস্ট) বেলা ১১টায় উপজেলার ১০ নম্বর গোবিন্দপুর ইউনিয়নের লাড়ুয়া গ্রামের আনন্দ পালের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন মৃত চিত্তরঞ্জন পালের ছেলে অর্জুন চন্দ্র পাল ও তার স্ত্রী অঞ্জলি রানী পাল। তাদের দুটি সন্তান রয়েছে। অর্জুন পাল পেশায় একজন মৃৎশিল্পী ছিলেন। এ ঘটনায় গ্রামজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

Electrified

অর্জুন চন্দ্র পালের ভাতিজা অমৃত কুমার পাল হৃদয় বলেন, ‘আমার কাকা পুকুরে মাছ ভাসমান অবস্থায় দেখতে পান। পরে মাছ ধরার জন্য পুকুরে নামেন। ওই সময়ে একটি বিদ্যুতের তার আগে থেকেই পুকুরে পড়ে থাকায় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে কাকি দেখে বাঁচাতে গিয়ে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে বাড়ির লোকজনসহ ফায়ার সার্ভিস ও পুলিশকে বিষয়টি জানানো হয়। তারা এসে দুজনের মরদেহ উদ্ধার করেন।’

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) প্রদীপ মণ্ডল বলেন, মরদেহের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন করা হয়েছে। এখন পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।

এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।